খেলাধুলা

আমাদের ১৭০ করা উচিৎ ছিল: শান্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে মাত্র ১৪০ রানে আটকে যায় বাংলাদেশের রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪১ ও তাওহীদ হৃদয় ৪০ রান করেন। বাকিরা ছিলেন নিষ্প্রভ। টপ ও মিডল অর্ডারে আসেনি কোনো প্রতিরোধ। লিটন ১৬ রান করলেও পাওয়ার প্লে’তে তার ব্যাটিং ছিল দৃষ্টিকটু।

ব্যাটিংয়ে নিয়মিতই বাংলাদেশ ভুগছে। গ্রুপ পর্বের কোনো ম্যাচেই ব্যাটসম্যানরা ভালো করতে পারেননি। সুপার এইটের শুরুটাও হলো বাজে। বোলাররা নিয়মিত ভালো করায় সুপার এইটে উঠেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই পুঁজি জয়ের জন্য যথেষ্ট নয় তা খুব ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়কের কণ্ঠে শোনা গেল বড় স্কোর না পাওয়ার আক্ষেপ।

পুরস্কার বিতরণী মঞ্চে শান্ত বলেছেন, ‘উইকেট ভালো ছিল। ধীর গতির ছিল। এখানে আমাদের ১৭০ রান করা উচিৎ ছিল।’

বড় দলের বিপক্ষে খেলতে খেলে কিছু ঝুঁকি নিতে হয়। বাংলাদেশ আজ রিশাদকে  চারে পাঠিয়ে সেই ঝুঁকি নিয়েছিল। কিন্তু কাজে আসেনি। শান্ত বলেছেন, ‘এই দলগুলোর বিপক্ষে আপনার ঝুঁকি নিতে হবে। এজন্য রিশাদকে চারে পাঠিয়েছিলাম। ভিন্ন কিছুর চেষ্টা করেছি আমরা। কিন্তু সেটা কাজে দেয়নি।’

ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর শান্ত আজ ৪১ রান করেছেন। ৩৬ বলে ৫ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস। ব্যাটে রান আসায় খুশি বাংলাদেশের অধিনায়ক, ‘দায়িত্ব পালন করতে পারায় আমি খুশি। আমি রান করতে পছন্দ করি। এখন পর্যন্ত সব ভালো আছে। আশা করছি ভারতের বিপক্ষে আগামী ম্যাচেও অবদান রাখতে পারব। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল টপ অর্ডারে রান করা। আমরা শেষ কয়েক ম্যাচে ভুগেছি। ২-৩ ম্যাচে বোলাররা খুবই ভালো কাজ করেছে। নিজেরা এগিয়ে এসেছে। আশা করছি তারা তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখবে।’