এশিয়া কাপকে সামনে রেখে সাভারের বিকেএসপিতে নিবিড় অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। শিরোপা পুনরুদ্ধারে এবার বদ্ধপরিকর টাইগ্রেসরা।
১৬ বছর পর নারীদের এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কা। ৮ দলের এ টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে থাইল্যান্ড ও মালয়েশিয়াকে পেয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।
১৯ জুলাই থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। পর্দা নামবে ২৮ জুলাই। প্রতিযোগিতার আট আসরের সাতবারই চ্যাম্পিয়ন ভারত। অন্য একবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ায় হওয়া টুর্নামেন্টের ফাইনালে শেষ বলে ভারতকে হারিয়েছিলেন সালমা–জাহানারারা। শ্রীলঙ্কায় বাংলাদেশের এবারের মিশন শিরোপা পুনরুদ্ধারের। এ বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। এর আগে এশিয়া কাপ হচ্ছে শেষ প্রতিদ্বন্দ্বীতামূলক প্রতিযোগিতা। নিজেদের গুছিয়ে নেওয়া, সাম্ভাব্য সেরা প্রস্তুতি দেওয়ার এটাই সর্বোচ্চ সুযোগ।
নিজেদের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে পেসার মারুফা আক্তার বলেছেন, ‘আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে। আশা করা যায়, ভালো কিছু করব আমরা। সব সময় লক্ষ্য একটাই যে ভালো কিছু করে দলকে জিতিয়ে মাঠ থেকে বের করে আনা।’ বৈশ্বিক আসরের প্রস্তুতি এখান থেকে করার কথা বললেন মারুফা, ‘এশিয়ার ভেতরে ৭টা দলের সঙ্গে খেলবে। এইগুলো আমাদের অনেক কাজে দিবে যাতে নিজের মাটিতে এসে (বিশ্বকাপে) ভালো কিছু করতে পারি।’
রাবেয়া হায়দার ঝিলিকও একই কথা বললেন, ‘যেহেতু আমাদের সামনে বিশ্বকাপ। এশিয়া কাপকে অবশ্যই প্লাস পয়েন্ট হিসেবে দেখছি। কারণ, আমাদের টি-টোয়েন্টি চালু হয়েছে অনেক দিন হয়েছে। এশিয়া কাপে যদি আমরা ভালো কিছু করতে পারি বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি পেয়ে যাবো।’
দলের স্পিনার নাহিদা আক্তার ভুলগুলোকে শুধরে এগিয়ে যাওয়ার কথা বললেন, ‘চেষ্টা করেছি যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করার। প্রিমিয়ার লিগ খেলেছি এর আগে। প্রিমিয়ার লিগ থেকে চেষ্টা করছি আত্মবিশ্বাস নিয়ে আসার। এখানে (বিকেএসপি) অনেকদিন ধরে ক্যাম্প করছি। কয়েকটা ম্যাচও খেলেছি। যদিও অনেক বৃষ্টি ছিল তারপরও বলব, আলহামদুল্লিলাহ যতটুকু হয়েছে চেষ্টা করব যাতে মূল ম্যাচে ডেলিভার করতে পারি। বড় আসরে খেলতে যাওয়ার আগে এই রকম টুর্নামেন্ট ভালো একটা দিক।’
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলাতান জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, রুমানা আহমেদ, রিতু মনি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইসমা তানজিম, সাবিকুন নাহার জেসমিন ও শরিফা খাতুন।
স্ট্যান্ড বাই: তাজ নেহার, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি ও পূজা চক্রবর্তী।