খেলাধুলা

১৯ বছর বয়সেই ইতিহাস রবার্টসের

বয়স মাত্র ১৯। এই বয়সেই দেশকে নেতৃত্ব দিতে এসেছেন অলিম্পিকের মতো বৈশ্বিক আসরে। অবশ্য খালি হাতে ফিরতে হয়নি টবি রবার্টসকে। সোনার পদক জিতে ইতিহাসের অংশ হয়ে গেছেন এই তরুণ। গ্রেট ব্রিটেনের প্রথম ক্লাইম্বার হিসেবে স্পোর্টস ক্লাইম্বিংয়ে জিতলেন সোনা।

রবার্টসের স্পোর্টস ক্লাইম্বিংয়ে আগ্রহের শুরু বাবার তৈরী বাগান থেকে। বাগানের দেয়ালে চড়ে চড়ে স্পোর্টস ক্লাইম্বিং রপ্ত করেছেন রবার্টস। সেই অভিজ্ঞতা নিয়েই প্যারিসের মাটিতে গড়ে ফেললেন ইতিহাস। ছেলেদের বোল্ডার অ্যান্ড লিড ইভেন্টে সর্বোচ্চ ১৫৫.২ পয়েন্ট তুলেছেন তিনি।

আজ ভাগ্য অবশ্য রবার্টসের সহায় ছিল। এই ইভেন্টে আসরের ফেভারিট ছিলেন জাপানের সোরাতো আনতারু। সেটা শুরুতে প্রমাণও করেন তিনি। তবে জাপানের এই ক্লাইম্বার ১৫ মিটার উচ্চতার দেয়ালে ওঠার সময় পা পিছলে যান। এই সুযোগে রবার্টস তাকে পেছনে ফেলেন।

আনতারু শেষ পর্যন্ত ১৪৫.৪ পয়েন্ট তুলে রুপা জিতেছেন। ব্রোঞ্জ জিতেছে অস্ট্রিয়া। দেশটির ক্লাইম্বার ইয়াকব শুবার্ট ১৩৯.৬ পয়েন্ট তুলে তৃতীয় হয়েছেন।

অলিম্পিকে সাফল্যের সাগরে ভাসছে গ্রেট ব্রিটেন। গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক মিলিয়ে এ নিয়ে ৪৪টি ভিন্ন খেলায় পদক জিতল তারা। প্যারিসে তো সমানে পদক জিতে চলছে দেশটি।