খেলাধুলা

পার্থ স্কর্চার্সকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় ও টুর্নামেন্ট তৃতীয় জয় পেল বাংলাদেশ হাই পারফর্ম্যান্স দল (এইচপি)। বিগ ব্যাশের দল পার্থ স্কর্চার্সকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ে সেমিফাইনালেও উঠে গেছে আকবর আলীর দল। 

ম্যাচে আগে ব্যাট করতে নেমে টিগ উইলির ফিফটিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে পার্থ। ৫৬ বলে ৫৬ রানের ইনিংস খেলেন উইলি। এছাড়াও ব্যাক্সটার হোল্ট ২৬ বলে ৩৪ ও ক্রিচেল ১৩ বলে ১৭ রান করেন।

এইচপির হয়ে ২টি করে উইকেট শিকার করেন রকিবুল হাসান এবং রিপন মন্ডল। ১ উইকেট নেন আবু হায়দার রনি।

জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খায় এইচপি। মাত্র ১৫ রানের মধ্যে হারিয়ে ফেলে ৩ উইকেট। একে একে বিদায় নেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন। তবে ক্রিজে টিকে ছিলেন জিসান আলম। তাকেও থামতে হয় ২৬ বলে ২৬ রান করে।

জিসানকে সঙ্গ দিচ্ছিলেন আকবর আলী। জিসানের বিদায়ের পর এইচপি অধিনায়কও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৩ বলে ৩৫ রানের ইনিংস খেলে বিদায় নেন। এরপর দলের হাল ধরেন মাহফুজুর রহমান রাব্বি ও শামীম হোসেন পাটোয়ারী।

শামীম ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ১৭ বলে ১৬ রান করে বিদায় নেন। তবে রাব্বি দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়েন। চাপের মুখে ১৩ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ৩ বল বাকি থাকতে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ এইচপি।