খেলাধুলা

রাতে মাঠে নামছে বার্সেলোনা, শুরু ফ্লিক অধ্যায়

শুরু হয়েছে ইউরোপিয়ান ফুটবলের বাজনা। গতকাল মাঠ গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শুরু হয়ে গেছে লা লিগার নতুন মৌসুমও। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় নতুন মৌসুম শুরু করবে কাতালানরা।

বাংলাদেশ সময় আজ রাত ১টা ৩০ মিনিটে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচ দিয়েই বার্সেলোনা অধ্যায় শুরু করতে যাচ্ছেন নতুন কোচ হান্সি ফ্লিক। জাভি হার্নান্দেজের জায়গা দখল করা এই জার্মান ভদ্রলোক অবশ্য পাচ্ছেন না দানি ওলমোকে। অভিষেকটা আরেকটু পিছিয়ে যাচ্ছে স্প্যানিশ তরুণের।

লা মাসিয়ায় বেড়ে উঠলেও বার্সার মূল দলে খেলার সুযোগ হয়নি ওলমোর। এখন সেই সুযোগের দোরগোড়ায় তিনি। তবে ২৬ বছর বয়সী মিডফিল্ডার শারীরিকভাবে এখনো ফিট না হওয়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাকে দলের বাইরে রাখছেন ফ্লিক, ‘আগামীকালের (আজ) জন্য সে যথেষ্ট শারীরিক অবস্থায় নেই। সে দেরিতে অনুশীলন শুরু করেছে।’ 

শুরুতে দলের কয়েকজন তারকাকে ছাড়াই নামবে বার্সেলোনা। তবে ইউরোতে চোটে পড়া পেদ্রি ও আলো ছড়ানো লামিনেকে আজকের ম্যাচে পাওয়া নিয়ে আশাবাদী ফ্লিক, ‘পেদ্রি স্পেশাল খেলোয়াড়। সে ম্যাচ পাল্টে দিতে পারে। আগামীকাল (আজ) দ্বিতীয়ার্ধের জন্য বিকল্প হতে পারে সে। আগামীকাল (আজ) খেলবে লামিনেও।’ 

এই ম্যাচ দিয়ে নিজেকে জানান দিতে চান ফ্লিক। ক্যারিয়ারে নতুন লিগ বলেই প্রথম ম্যাচ নিয়ে বেশ সতর্কও তিনি, ‘আমি সত্যিই ম্যাচটির জন্য মুখিয়ে। জানি, ভ্যালেন্সিয়ায় এটা সব সময় কঠিন। এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তারা আক্রমণ পছন্দ করে, সুতরাং আমাদেরও রক্ষণ ও গোলের জায়গায় চোখ রাখতে হবে।’