খেলাধুলা

১৫২৪ দিন পর শান মাসুদের সেঞ্চুরি, এভাবেই ফিরে আসেন তিনি

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আজ সোমবার (০৭ অক্টোবর) দারুণ এক সেঞ্চুরির দেখা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। ১৭৭ বলে ১৩টি চার ও ২ ছক্কায় ১৫১ রান করে আউট হন তিনি। তার আগে  ১০২ বলে ১০টি চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন। যা দীর্ঘ ১৫২৪ দিন তথা ৪ বছর ২ মাস ২ দিন পর পাওয়া সেঞ্চুরি তার।

অবশ্য টেস্টে এভাবেই ফিরে আসেন তিনি।

২০১৩ সালে তার টেস্ট অভিষেক হয়। ২০১৫ সালের ৩ জুলাই অর্থাৎ ৬২৮ দিন পর শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে দেখা পান প্রথম সেঞ্চুরির। ২৩৩ বল খেলে ১১টি চার ও ১ ছক্কায় করেন ১২৫ রান। এরপর ৪ বছর ৫ মাস তথা ১৬২৯ দিনে আর কোনো সেঞ্চুরির দেখা পাননি তিনি। ২০১৯ সালের ১৯ নভেম্বরে তিনি সেই শ্রীলঙ্কার বিপক্ষে করাচিতে করেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

পরের বছর ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে ১০০ ও ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৫৬ রান।

এরপর আবার তার অপেক্ষার পালা শুরু হয়। এবার পঞ্চম সেঞ্চুরি পেতে তাকে অপেক্ষা করতে হলো ৪ বছর ২ মাস তথা ১৫২৪ দিন। অবশেষে আজ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পেলেন পঞ্চম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম।

তার ও আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরিতে ভর করে মুলতান টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিচ্ছে পাকিস্তান।