ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আজ সোমবার (০৭ অক্টোবর) দারুণ এক সেঞ্চুরির দেখা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। ১৭৭ বলে ১৩টি চার ও ২ ছক্কায় ১৫১ রান করে আউট হন তিনি। তার আগে ১০২ বলে ১০টি চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন। যা দীর্ঘ ১৫২৪ দিন তথা ৪ বছর ২ মাস ২ দিন পর পাওয়া সেঞ্চুরি তার।
অবশ্য টেস্টে এভাবেই ফিরে আসেন তিনি।
২০১৩ সালে তার টেস্ট অভিষেক হয়। ২০১৫ সালের ৩ জুলাই অর্থাৎ ৬২৮ দিন পর শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে দেখা পান প্রথম সেঞ্চুরির। ২৩৩ বল খেলে ১১টি চার ও ১ ছক্কায় করেন ১২৫ রান। এরপর ৪ বছর ৫ মাস তথা ১৬২৯ দিনে আর কোনো সেঞ্চুরির দেখা পাননি তিনি। ২০১৯ সালের ১৯ নভেম্বরে তিনি সেই শ্রীলঙ্কার বিপক্ষে করাচিতে করেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
পরের বছর ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে ১০০ ও ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৫৬ রান।
এরপর আবার তার অপেক্ষার পালা শুরু হয়। এবার পঞ্চম সেঞ্চুরি পেতে তাকে অপেক্ষা করতে হলো ৪ বছর ২ মাস তথা ১৫২৪ দিন। অবশেষে আজ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পেলেন পঞ্চম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম।
তার ও আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরিতে ভর করে মুলতান টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিচ্ছে পাকিস্তান।