খেলাধুলা

মাহমুদউল্লাহর অবদানকে স্বীকার করা উচিত: নাজমুল

টেস্ট ক্রিকেটের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও সরে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার (০৮ অক্টোবর) দিল্লিতে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানিয়েছেন, ভারতের বিপক্ষে চলমান সিরিজের দুই টি-টোয়েন্টি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলবেন। তার মতে, এটা তার এবং দলের জন্য সঠিক সময় এগিয়ে যাওয়ার। আগামী বিশ্বকাপের জন্য এখন থেকেই ভাবতে পরামর্শও দিয়েছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩৯ টি-টোয়েন্টি খেলা মাহমুদউল্লাহ।

দলের হয়ে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ২৩৯৫ রান করেছেন তিনি। বল হাতে উইকেট পেয়েছেন ৪০ উইকেট। ছিলেন এই ফরম্যাটে দলের অধিনায়কও। সর্বোচ্চ ৪৩ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ১৬ ম্যাচ জিতিয়েছেন। হেরেছেন ২৬ ম্যাচ। বাংলাদেশের ক্রিকেটে লম্বা সময় ধরে টানা টি-টোয়েন্টি খেলা একমাত্র ক্রিকেটার তিনি। তার অবদানের জন্য ক্রেডিট দেওয়া উচিৎ বলে মনে করছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

মঙ্গলবার মিরপুরে নাজমুল বলেছেন, ‘ভালো লাগার বিষয়টি হচ্ছে, এরা বাংলাদেশের ক্রিকেটকে এক উচ্চতা থেকে আরেক উচ্চতায় নিয়ে গেছে। দারুণ ভূমিকা রেখেছে। কোনো সন্দেহ নেই। যখন একজন অবসর নেয় সে পুরোপুরি সম্মান অর্জন করে। ভালো একটা ফেয়ারওয়েল ডিজার্ভ করে। বিসিবি সেটা করবে অবশ্যই।’

২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেট শুরু করে ১৭ বছর চালিয়ে যাওয়া চাট্টেখানি বিষয় নয়। তবে অনেকবারই তাকে দল থেকে বাদ দেওয়ার কথা উঠেছে। ঠিকঠাক পারফর্ম করতে না পারায় বাদ পড়ার কাছাকাছিও চলে গেছেন। কিন্তু রিপ্লেসমেন্টের অভাবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে অনেকবারই। এতোটা লম্বা সময় একজন ক্রিকেটারের ক্যারিয়ার বড় হচ্ছে, এর পেছনে অন্যদিকটিও দেখছেন নাজমুল, ‘এটা আমাদের ব্যর্থতা ওদেরকে আমরা এতো বছর খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি। ওদের চেয়ে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি। আমি খুশি হতাম যদি ওদের চেয়ে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারতাম। ওদের চেয়ে ভালো খেলোয়াড় আজ জাতীয় দলে খেলতো। কিন্তু ওরা সেটা করতে দেয়নি। তবে তাদের থেকে ক্রেডিট নিয়ে নেওয়ার কিছু নেই।’