দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দীর্ঘদিন পর দলে ফিরেছেন লেগ স্পিনার লাসিথ এম্বুলডিনিয়া। দুই বছরেরও বেশি সময় পর দলে ফিরলেন তিনি। সেপ্টেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া অফস্পিনার নিশান পেইরিসও আছেন এই সিরিজের দলে।
দল থেকে বাদ পড়েছেন অফস্পিনিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস। যদিও তিনি চলতি বছরে খেলা তার একমাত্র টেস্টে ছয় উইকেট শিকার করেছিলেন। একই সঙ্গে দারুণ ব্যাটও করতে পারেন এই অলরাউন্ডার। তবে পেইরিসের পারফর্ম্যান্স তার থেকে এগিয়ে ছিল নির্বাচকদের বিবেচনায়।
স্পিন বিভাগে শক্তি বাড়িয়েই দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। স্পিন বোলিং বিভাগের নেতৃত্বে থাকছেন প্রবাথ জয়াসুরিয়া। ডারবান ও পোর্ট এলিজাবেথের পিচ চিরচেনা দক্ষিণ আফ্রিকান পিচের চেয়ে ভিন্ন আচরণ করতে পারে। স্পিনাররা টার্ন পেতে পারেন। সেটা বিবেচনায় নিয়েই স্পিনে শক্তি বাড়িয়েছে লঙ্কানরা।
পেস বিভাগেও দলের সেরা পারফর্মারদেরই রেখেছে শ্রীলঙ্কা। পেস বিভাগে বারবারের মতো থাকছেন আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, কাসুন রাজিথার মতো বোলার। তাদের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার মিলান রাজাপাকসে।
দক্ষিণ আফ্রিকার মাটিতেই ২০১৯ সালে দারুণ পারফর্ম্যান্স করেছেন এম্বুলডিনিয়া এবং ওসাদা ফার্নান্দো। সেই সফরে তিন ইনিংসে বল করে ৬ উইকেট নিয়েছিলেন এম্বুলডিনিয়া। ওসাদা চতুর্থ ইনিংসে খেলেছিলেন হার মানা ৭৫ রানের ইনিংস। ঘরোয়াতেও চলতি মৌসুমে ন্যাশনাল সুপার লিগে আলো ছড়িয়েছেন এম্বুলডিনিয়া।
ব্যাটিং বিভাগে ওসাদা ফার্নান্দো থাকলেও জায়গা হয়নি নিশান মাদুশঙ্কার, তিনি ওয়ানডেতে দারুণ ব্যাটিং করেছেন। এছাড়া দলের নিয়মিত পারফর্মাররা জায়গা ধরে রেখেছেন। কুশল মেন্ডিস, আসিথা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, পাথুম নিশাঙ্কারা আছেন ব্যাটিং বিভাগের দায়িত্বে।
দুই ম্যাচের প্রথমটি শুরু হবে ২৭ নভেবর, ডারবানের কিংসমেডে। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে শ্রীলঙ্কা তিন ও দক্ষিণ আফ্রিকা পাঁচে অবস্থান করেছে। দুই দলের লক্ষ্য সেরা দুইয়ে জায়গা করে নেওয়া।
শ্রীলঙ্কা টেস্ট দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, দীনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওসাদা ফার্নান্দো, সাদিরা সামাবিক্রমা, প্রবাথ জয়াসুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এম্বুলডিনিয়া, মিলান রাজাপাকসে, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দোম লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।