খেলাধুলা

ইউনাইটেডকে হারিয়ে আর্সেনালের টানা চার জয় 

প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছে আর্সেনাল। একের পর এক জয় তুলে নিচ্ছে মিকেল আর্তেতার দল। ধারাবাহিকতা বজায় রেখে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও ২-০ গোলের জয় পেল ‘গানার্স’রা। এ নিয়ে লিগে ইউনাইটেডের বিপক্ষে সবশেষ চার দেখাতেই জয়ের স্বাদ পেল তারা।

বুধবার (৪ ডিসেম্বর) আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে এগিয়ে নেন ইউরিয়েন টিম্বার। এরপর দ্বিতীয় গোলটি করে ম্যাচ জয় নিশ্চিত করেন উইলিয়াম সালিবা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে আর্সেনাল। তবে প্রথমার্ধে তেমন ভালো সুযোগ তৈরী করতে পারেনি তারা। সবচেয়ে ভালো সুযোগটি আর্সেনাল পেয়েছিল ম্যাচের অষ্টম মিনিটে। তবে ডেকলাইন রাইসের কর্নারে কাছ থেকেও হেডে বল লক্ষ্যে রাখতে পারেননি থমাস পার্টি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও জোরাল আক্রমণ করতে থাকে আর্সেনাল। তাতে ৫৪তম মিনিটে গোলের দেখা পায় তারা। রাইসের কর্নারে কাছের পোস্টে হেডে বল জালে পাঠান টিম্বার। গোল খেয়ে পাল্টা আক্রমণে ওঠে ইউনাইটেড। তবে তাদেরকে হতাশ করেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া।

পাল্টা আক্রমণে আর্সেনাল এগিয়ে যায় ম্যাচের ৭৩তম মিনিটে। বুকায়ো সাকার কর্নারে পার্টির হেড সালিবার পিঠে লেগে জালে জড়ায়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

এই জয়ে ১৪ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। আরেক ম্যাচে সাউথ্যাম্পটনকে ৫-১ গোলে হারানো চেলসি ২৮ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে আছে। ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেড ১৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে।