খেলাধুলা

বার্সেলোনার পয়েন্ট হারানোর রাতে জিতল রিয়াল

লা লিগায় চলতি মৌসুমটা দারুণ শুরু করেছিল বার্সেলোনা। তবে মৌসুমের মাঝপথে এসে একের পর এক ম্যাচে পয়েন্ট খুইয়ে যাচ্ছে হ্যান্সি ফ্লিকের দল। এদিকে পরাজয়ের ধাক্কা সামলে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনার পয়েন্ট খোয়ানোর রাতে তারা হারিয়েছে জিরোনাকে।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে দুইবার এগিয়ে গিয়েও বেটিসের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। একই সময়ে রিয়ালকে স্রেফ উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। জিরোনাকে তারা হারিয়েছে ৩-০ ব্যবধানে।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে বার্সেলোনা। প্রথমার্ধে তাদেরকে এগিয়ে নেন রবার্ট লেভানডোভস্কি। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সমতায় ফিরে বেটিস। বদলি নেমে ফের বার্সেলোনাকে এগিয়ে নেন ফেরান তরেস। যোগ করা সময়ে আসানে দিওয়ায়ের গোলে পয়েন্ট কেড়ে নেয় বেটিস।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে রিয়ালকে এগিয়ে নেন জুড বেলিংহ্যাম। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান আর্দা গিলের। শেষে তৃতীয় গোলটি করেন এমবাপে। তাতেই বড় জয়ের তিন বাগিয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল।

এই জয়ে ১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে জিরোনা আছে আট নম্বরে।