খেলাধুলা

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি করেছে বাংলাদশ নারী ফুটবল দল। টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বড় লাফ দিয়েছেম সাবিনা খাতুনরা। সাত ধাপ এগিয়েছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরা মেয়েরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) হালনাগাদকৃত ফিফা র‍্যাংকিং প্রকাশ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাতে সাত ধাপ এগিয়ে ১৩৯তম অবস্থান থেকে ১৩২তম অবস্থানে চলে এসেছে সাবিনা-ঋতুপর্নারা।

বাংলাদেশের ফুটবলে মেয়েদের জয়জয়কার চলছেই। একের পর এক সাফল্যে দলকে ভাসাচ্ছেন তারা। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেমিফাইনালে ভুটান এবং ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে সাফের মুকুট ধরে রাখে বাংলাদেশ।

র‍্যাংকিংয়ে বাংলাদেশ ছাড়াও এগিয়েছে সাফে সেমিফাইনাল খেলা ভুটান। তারা তিন ধাপ এগিয়ে আছে ১৭২ নম্বরে। এক ধাপ এগিয়ে ১৫৭ নম্বরে আছে পাকিস্তান। 

পিছিয়েছে পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা। এক ধাপ পিছিয়ে শ্রীলঙ্কা আছে ১৫৮ নম্বরে। নেপাল চার ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে আছে। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে ভারত থাকলেও তারা পিছিয়েছে এক ধাপ, আছে ৬৯ নম্বরে। 

র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে কোনো পরিবর্তন নেই। আগের মতোই চূড়ায় আছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে এগিয়ে পরের দুটি স্থানে স্পেন ও জার্মানি।