শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর টি-টেনে গল মার্ভেলসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। টুর্নামেন্ট চলাকালেই দলটির মালিক প্রেম ঠাকুরকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ। তার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ক্যান্ডির এক হোটেল থেকে প্রেম ঠাকুরকে গ্রেপ্তার করা হয়। এরপর শুক্রবার কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। আদালতে প্রেম ঠাকুরের রিমান্ডের জন্য আবেদন করা হয়। তাতে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে শ্রীলঙ্কার পুলিশ বিভাগ জানিয়েছে, ২০১৯ সালের ক্রীড়া অপরাধ প্রতিরোধ আইনে গ্রেপ্তার করা হয়েছে ঠাকুরকে। বিদেশি এক ক্রিকেটারকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
শ্রীলঙ্কার আইনে ম্যাচ পাতানোকে অপরাধের পর্যায়ে বিবেচনা করা হয়। ফলে প্রেম ঠাকুর দোষী প্রমাণিত হলে জরিমানাসহ সর্বোচ্চ ১০ বছরের জেল হতে পারে তার। তবে এই ভারতীয় নাগরিকের কার্যকলাপ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি শ্রীলঙ্কা ক্রিকেট।
দলের মালিক গ্রেপ্তার হলেও অবশ্য নিয়মমাফিক চলছে টুর্নামেন্ট। লঙ্কা টি-টেন টুর্নামেন্ট পরিচালক সামান্থা ডুডানওয়েলা জানিয়েছেন, সূচি অনুযায়ী এগিয়ে যাবে টুর্নামেন্ট। শ্রীলঙ্কায় প্রথমবার হচ্ছে ১০ ওভারের ক্রিকেটের এই প্রতিযোগিতা।