খেলাধুলা

শান্তকে ম্লান করে নায়ক রাব্বি, আকবরদের বড় জয়

এনসিএল টি-টোয়েন্টি খেলতে নেমেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন নাজমুল হোসেন শান্ত। তাতে তার দল রাজশাহীও পায় বড় সংগ্রহ। কিন্তু ঝড়ো ব্যাটিংয়ে শান্তর ইনিংসকে ম্লান করে বরিশালকে রোমাঞ্চকর জয়ের ভিত গড়ে দেন দলটির অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১৪ ডিসেম্বর) দিনের অপর ম্যাচে সিলেটের বিপক্ষে ৫ উইকেটের বড় জয় পায় রংপুর। ৩ ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি। 

টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৮৪ রান করে রাজশাহী। তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল। শেষ ছয় বলে প্রয়োজন ছিল ৯ রান। মঈন খান টানা তিন চারে জয় এনে দেন। ৮ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন মঈন। এর আগের ওভারের শেষ বলে আউট হন রাব্বি। মাত্র ৩৪ বলে ৫৬ রান করে জয়ের ভিত গড়ে দেন তিনি। তার ইনিংসে সমান ৩টি করে ছয়-চারের মার ছিল।

ওপেনিংয়ে নেমে ৫৩ রান করেন আব্দুল মজিদ।  ৬টি চারে ৩৯ বলে এই রান করেন তিনি। এ ছাড়া ইফতিখার ইফতি ৩৫ ও সালমান হোসেন ইমন ২১ রান করেন। রাজশাহীর হয়ে ১টি করে উইকেট নেন শফিকুল ইসলাম, মোহর শেখ ও গোলাম কিবরিয়া। 

এর আগে শান্তর ৮০ রানে ভর করে চ্যালেঞ্জ ছুঁড়ে রাজশাহী। ইনজুরি কাটিয়ে আজই মাঠে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ৪টি ছয় ও ৫টি চারের মারে ৫৪ বলে ইনিংসটি সাজান শান্ত। এ ছাড়া হাবিবুর রহমান ৪৭ রান করেন। বরিশালের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মঈন খান-মেহেদী হাসান। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে রাজশাহী জয়ে পেয়েছে মাত্র ১টিতে। 

অপর ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে মাত্র ১২০ রান করে সিলেট। ব্যাটিং ধসের পর তোফায়েল আহমেদের ফিফটিতে ভর করে কোনোমতে শতরান পার করে। তোফায়েল ৫১ রানে অপরাজিত ছিলেন। রংপুরের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন আরিফ আহমেদ ও আনামুল হক। 

রান তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে রংপুর। নাঈম ইসলাম সর্বোচ্চ ৫০ রান করেন। এ ছাড়া ২৯ রান করেন আব্দুল্লাহ আল মামুন। ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আকবর আলী। মাহফুজুর রাব্বি ও আবু জায়েদ রাহী সর্বোচ্চ ২টি করে উইকেট নেন।