ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে ২-১ ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। অবশ্য ম্যাচের তিনটি গোলের একটিও লিভারপুলের কোনো খেলোয়াড় করেননি। সবগুলোই করেছেন লেস্টার সিটির খেলোয়াড়রা। তার মধ্যে ওউট ফায়েস প্রিমিয়ার লিগের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে দুটি আত্মঘাতি গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন।
ঘরের মাঠ অ্যানফিল্ডে এদিন অবশ্য ম্যাচের ৪ মিনিটেই পিছিয়ে পড়েছিল লিভারপুল। এ সময় লেস্টার সিটির পাটসন ডাকার বাড়িয়ে দেওয়া বল থেকে কিয়েরনান ডিউসবারি-হল বাম পায়ের শটে গোল করে এগিয়ে নেন দলকে।
৩৮ মিনিটের মাথায় ফায়েসের আত্মঘাতি গোলে সমতা ফেরে। এ সময় ডানদিক থেকে গোলপোস্টের দিকে শট নেন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। সেটি ক্লিয়ার করার চেষ্টা করেন ফায়েস। কিন্তু বল তার পায়ে লেগে উপরে উঠে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে গিয়ে জালে প্রবেশ করে।
বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে তিনি আরও একটি আত্মঘাতি গোল করে প্রিমিয়ার লিগের ইতিহাসে অনাকাঙ্খিত গোলদাতাদের তালিকায় নাম লেখান। এটি ছিল প্রথমটির চেয়ে আরও বেশি বিব্রতকর।
এ সময় পাল্টা আক্রমণে বল পেয়ে যান লিভারপুলের দারউইন নুনেজ। তিনি বল নিয়ে দ্রুতবেগে আক্রমণে উঠে আসেন। লেস্টার সিটির গোলরক্ষক ড্যানি ওয়ার্ড তাকে রুখকে অনেকখানি সামনে চলে আসেন। তাকে পরাস্ত করে বক্সের বাইরে থেকে দূরের পোস্টে জোরালো শট নেন নুনেজ। কিন্তু বল পোস্টে লেগে ফিরে আসে।
সেখানে দৌড়ে গিয়ে ফায়েস বল ক্লিয়ার করতে যান। কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি বল জালে জড়িয়ে ফেলেন। তাতে ২-১ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় অলরেডরা। অবশ্য বিরতির পর আর কোনো গোল হয়নি। তাতে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা।
এই জয়ে ১৬ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান নিয়েছে সালাহ-নুনেজরা। অন্যদিকে ১৫ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। ১৭ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি আছে পয়েন্ট টেবিলের ত্রয়োদশ স্থানে।