খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচ খেলা হচ্ছে না রশিদ খানের

আইপিএল খেলে পিঠের ইনজুরিতে পড়েছেন রশিদ খান। আর সেই ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে খেলা হচ্ছে না তার। তৃতীয়টিতে খেলতে পারবেন তিনি। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে ক্রিকেট আফগানিস্তান। তৃতীয় ওয়ানডের আগ পর্যন্ত মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন রশিদ খান।

গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে সবগুলো ম্যাচ খেলেছেন তারকা স্পিনার রশিদ। ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে তারা রানার্স-আপ হয়। রশিদ বল হাতে আইপিএলের এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ উইকেট নেন।

আইপিএল শেষে তাদের প্রথম সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর বাংলাদেশের বিপক্ষে তারা খেলবে একটি টেস্ট। এরপর ভারতের বিপক্ষে সিরিজ খেলে আবার বাংলাদেশ সফরে আসবে তারা। এরপর রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপ।

সামনে আফগানিস্তানের ব্যস্ত সূচি। সে কারণে রশিদ খানের ইনজুরি নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে যাচ্ছে না ক্রিকেট আফগানিস্তান।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ আগামীকাল শুক্রবার থেকে হাম্বানটোটায় শুরু হবে। এরপর ৪ ও ৭ জুন একই ভেন্যুতে হবে বাকি দুই ম্যাচ।