গেল মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে যা করছেন আরলিং হালান্ড, তাতে তার ঝুলিতে একের পর এক পুরস্কার যোগ হবে সেটাই স্বাভাবিক। হচ্ছেও তাই। এবার আরেকটি পুরস্কার জিতলেন নরওয়েজীয় তারকা। প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন-এর (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন সিটিজেন স্ট্রাইকার।
এর আগে অবশ্য আরও দুটি পুরস্কার জিতেছিলেন হালান্ড। মে মাসে প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফুটবলার ও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন-এর সেরা ফুটবলারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি । সব মিলিয়ে এবার পুরস্কার প্রাপ্তির ‘হ্যাটট্রিক’ করে ফেললেন ২৩ বছর বয়সী তারকা।
প্রফেশনাল ফুটবলারদের ভোটের মাধ্যমেই পিএফএ বর্ষসেরা ফুটবলার বাছাই করে। তাতে বর্ষসেরা হওয়ার পথে হালান্ড পেছনে ফেলেছেন সতীর্থ কেভিন ডি ব্রুইন ও জন স্টোনস সহ আর্সেনালের মার্টিন ওডেগোর, বুকায়ো সাকা ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনকে।
গত মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই চোখ ধাঁধানো পারফরম্যান্সে তাক লাগিয়ে দেন হালান্ড। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে করেন ৫২ গোল। তার এমন অবিশ্বাস্য পারফর্ম্যান্সের ফলে সিটিও ‘ট্রেবল’ জয়ের ইতিহাস গড়ে।