খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানই ফেভারিট: রমিজ

বিশ্বকাপের চলমান আসরে শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল বাবর আজমের দল। কিন্তু পরের দুই ম্যাচে হেরে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে তারা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা তো বলেই দিয়েছেন, পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানই এগিয়ে থাকবে। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন রমিজ। ম্যাচ হারের জন্য শুরুতেই ক্যাচ মিসকে দুষছেন সাবেক অধিনায়ক, ‘ক্রিকেটে এমন কমই হয় যে একটা ক্যাচ ছাড়লে তার শাস্তি ম্যাচজুড়ে দিতে হয়। ওসামা মির হালুয়ার মতো একটি ক্যাচ ছেড়েছে, বাচ্চাদের জন্য দেওয়া ক্যাচ ছিল এটি। কিন্তু সে ধরতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘তখন ১০ রানে ছিল ওয়ার্নার, পরে সে ১৬৩ রান করেছে। একটি ক্যাচ ছাড়ার এত বড় শাস্তি কোনো দলকে আর পেতে দেখিনি। ওখান থেকেই ম্যাচের রূপ বদলে গেছে। শাহিন যদি তখন ওয়ার্নারকে ফিরিয়ে দিতে পারতেন, তবে অস্ট্রেলিয়াকে চাপে ফেলা যেত। পাকিস্তানের ফিল্ডিং খুবই বাজে ছিল।’

পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ যে সহজ হবে না সেটা মনে করিয়ে দিলেন সাবেক পিসিবি চেয়ারম্যান। এ নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে। পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। চেন্নাইয়ে যেকোনো কিছু হতে পারে।’

চেন্নাইয়ের পিচে স্পিন ধরলে আফগানদের সামনে বাবর আজমদের বেশ ভালোই পরীক্ষা দিতে হবে জানিয়ে রমিজ আরও যোগ করেন, ‘স্পিনের বিপক্ষে পাকিস্তানের ব্যাটারদের যেমন পারফরম্যান্স, এখানে যেকোনো কিছু হতে পারে। যদি স্পিনিং উইকেট হয় তবে আমার মনে হয় আফগানিস্তানই ফেভারিট।’ 

নিজ দেশের সমালোচনা করলেও প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভুল করলেন না রমিজ। মিচেল মার্শের প্রশংসা করার সময় তার পিতাকেও টেনে আনলেন তিনি, ‘মিচেল মার্শের বাবার সঙ্গে আমি খেলেছি। সে একেবারে ভিন্ন ছিল। এতো বড় বড় শট খেলতো না। কিন্তু সে তার ছেলের মধ্যে বারুদ ভরে দিয়েছে। কী দারুণ এক ইনিংস সে খেলেছে! যেখানেই বল পেয়েছে ছক্কা মেরেছে।’

‘এটাই হচ্ছে ব্যাটিং, যেখানে দারুণ শুরুর পর সে সেঞ্চুরি করেছে। আর ওয়ার্নার ক্যাচ ছাড়ার পর সব কিছুর নিয়ন্ত্রণে নিয়ে নিল। সে পাকিস্তানের বোলারদের সে স্থির হতে দেয়নি। পাকিস্তানের বোলিং গত দেড় দুই মাসেও মনে হচ্ছিল বিশ্বসেরা, এখন তাদের সাধারন মনে হচ্ছে।’-শেষে যোগ করেন রমিজ।