খেলাধুলা

উড়তে থাকা ভারতীয় দলে বড় ধাক্কা

বিশ্বকাপের টানা সাত ম্যাচে সাত জয়। সবার আগেই নিশ্চিত হয়েছে সেমিফাইনাল। উড়তে থাকা ভারত এবার খেলো বড় ধাক্কা। হাঁটুর ইনজুরিতে ছিটকে গেলেন দলটির তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। 

শনিবার (৪ নভেম্বর) সকালে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। পান্ডিয়ার পরিবর্তে প্রেসার প্রসিদ্ধ কৃষ্ণাকে দলে নিয়েছে ভারত। 

পুনেতে অক্টোবরের ১৯ তারিখ বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পান পান্ডিয়া। সেই ম্যাচের মাঝে উঠে যাওয়ার পর খেলতে পারেননি পরের তিনটি ম্যাচও। তার অনুপস্থিতি এখন পর্যন্ত ভারতীয় দলকে না ভোগালেও তার ছিটকে যাওয়া দলের জন্য বড় ক্ষতি। 

চলতি বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছিলেন পান্ডিয়া। এক ম্যাচে ব্যাটিংয়ে নেমে অপরাজিত ছিলেন ১১ রানে। বাকি তিন ম্যাচে তাকে ব্যাটিংয়ে নামতে হয়নি। 

পান্ডিয়ার পরিবর্তে ভারত ছয় নম্বরে খেলাচ্ছে সুরিয়াকুমার যাদবকে। এতে সফলতাও পাচ্ছে দলটি। আর পেসার শার্দুল ঠাকুরের জায়গায় পারফর্ম করে যাচ্ছেন মোহাম্মদ শামি।