নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরির কারণে বিশ্বকাপে দুটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই তরুণের নেতৃত্বে ভারতের পর বাংলাদেশ শেষ ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষেও। অজিদের বিপক্ষে হারের পর বিশ্বকাপে নিজেদের ব্যর্থতার কারণ খুঁজে উন্নতি করার কথা জানিয়েছেন শান্ত।
‘আমরা আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য কী করতে হবে তা দেখবো। বিশ্বকাপে মাহমুদউল্লাহ দারুণ ব্যাটিং করেছেন। সাকিব বেশ ভালো বোলিং করেছেন দুই ম্যাচে। বিশ্বকাপ ব্যক্তিগত পারফরম্যান্সের জায়গা নয়। আমরা নয়টি ম্যাচের দিকে ফিরে তাকাব এবং দেখব দল হিসেবে আমাদের কোথায় উন্নতি করতে হবে।’
পুনেতে শনিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেতে হারের পর এমন মন্তব্য করেন শান্ত। বাংলাদেশ টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৩০৬ রান করে। তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৩২ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায়। মিচেল মার্শ একাই অপরাজিত ১৭৭ রান করেন। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।
সবচেয়ে বেশি আশা দেখা এই বিশ্বকাপ ভুলে যেতে চাইবে বাংলাদেশ। ৯ ম্যাচে মাত্র ২ জয়। রানরেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলে আটে অবস্থান করছে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে থাকতে হবে আটের মধ্যে। তা নির্ভর করছে আগামীকাল ভারত-নেদারল্যান্ডস ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।