খেলাধুলা

শ্রীলঙ্কার স্থগিতাদেশ তুলে নিচ্ছে আইসিসি

শ্রীলঙ্কা ক্রিকেটের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি তাদের সদস্যপদ স্থগিত করে। সবশেষ সভায়ও সেই স্থাগিতাদেশ তুলে নেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে সংস্থাটি স্থাগিতাদেশের বিষয়ে শুনানি চালিয়ে যাচ্ছিল।

অবশেষে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার। যাতে করে তারা দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসির ইভেন্টে অংশ নিতে পারে।

অবশ্য দেশটির ক্রিকেট বোর্ডের টালমাটাল অবস্থার কারণে আইসিসি শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেয়। তাদের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা সুযোগ দেয়।

শুধু তাই নয় বোর্ডের অস্থিরতার কারণে বিশ্বকাপেও বাজে পারফরম্যান্স করে তাদের দল। দশ দলের মধ্যে নবম হয়ে দেশে ফিরে তারা। সুযোগ হারায় ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার।

সদস্যপদ স্থগিতাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে শ্রীলঙ্কাকে তাদের সমস্যা মিটমাট করতে আরও একটি সুযোগ দিয়েছে আইসিসি। তারা যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর হবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।