পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার। তাকে মাঠ থেকে বিদায় দিতেই সিরিজের প্রথম টেস্টের দলে রাখা হয়েছে। বিষয়টা পছন্দ না হওয়ায় সাবেক পেসার মিচেল জনসন ওয়ার্নারকে ধুয়ে দিয়েছেন। জনসনের কথার জবাবে পাল্টা আক্রমণ করেছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ লেখা এক কলামে ওয়ার্নারের সমালোচনা করে জনসন বলেন, ‘আমরা এখন ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি। কেউ কী বলতে পারবেন, কেন? কেন ফর্মের সঙ্গে লড়াই করা একজন ওপেনার নিজেই নিজের অবসরের তারিখ ঠিক করে? অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়ের কেন্দ্রে থাকা একজন খেলোয়াড়কে কেনই–বা নায়কোচিত বিদায় দিচ্ছি আমরা?’
জনসন আরও বলেন, ‘যদিও ওয়ার্নার একা স্যান্ডপেপার কেলেঙ্কারিতে জড়িত ছিল না। তবে ওই সময় ওয়ার্নার দলে সিনিয়র সদস্য ছিল। এমন একজন ছিল, যে নেতা হিসেবে তার ক্ষমতা দেখাতে পছন্দ করতো। এখন ও এমনভাবে অবসর নিচ্ছে, যেটা আমাদের দেশের প্রতি একই রকম ঔদ্ধত্য ও অসম্মান।’
একই সঙ্গে জর্জ বেইলিকেও একহাত নিয়েছেন জনসন। বেইলির প্রসঙ্গে সাবেক এই ফাস্ট বোলার বলেন, ‘তিন সংস্করণেই ওয়ার্নার বেইলির সঙ্গে খেলেছে। ওয়ার্নারকে যেভাবে সাম্প্রতিক বছরগুলোতে সামলানো হয়েছে, তাতে প্রশ্ন জাগে বেইলি খেলা ছেড়ে খুব দ্রুতই দায়িত্ব পেয়ে গেছে কি না আর কিছু ক্রিকেটারের সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ কি না?’
জনসনের এই সমালোচনার জবাব দিতে গিয়ে তাঁর সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন বেইলি, ‘কেউ যদি দূর থেকে খেলোয়াড়েরা কীসের মধ্যে দিয়ে যাচ্ছে, দল ও কোচিং স্টাফদের পরিকল্পনা না জেনে এমন মন্তব্য করে আর কেউ যদি দেখাতে পারে এটা বেশি লাভজনক, তাহলে এমন কথা শুনতে আমি রাজি আছি। আশা করছি, জনসন ঠিক আছে। আমি অবশ্য নিশ্চিত নই।’
অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে পাঁচ বছরের বেশি সময় একই সঙ্গে খেলেছেন ওয়ার্নার ও জনসন। ২০১৫ সালে অবসর নেওয়ার আগেও জনসনের সঙ্গে মাঠ মাতিয়েছেন বেইলিও।