খেলাধুলা

ছয় গোলের ম্যাচে ম্যানসিটি-টটেনহ্যামের পয়েন্ট ভাগাভাগি

ম্যাচের প্রথমেই এগিয়ে গেল টটেনহ্যাম। এরপর শুরু হলো ম্যানচেস্টার সিটির আক্রমণের ঢেউ। হাল ছাড়ল না টটেনহ্যামও। সমানে সমান লড়ে গেল তারা। নাটকীয়তায় ঠাসা ম্যাচে শেষমেশ অবশ্য জিততে পারেনি কেউ। রোববার (৩ ডিসেম্বর) ছয় গোলের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ৩-৩ ব্যবধানে ড্র করেছে দুই দল। 

ম্যাচের শুরুতেই সিটিকে স্তব্ধ করে দেয় টটেনহ্যাম। ষষ্ঠ মিনিটে কুলুসেভস্কির লম্বা করে বাড়ানো থ্রু পাসে চোখে রেখে জেরেমির ডোকুকে ফাঁকি দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং মিন।

অবশ্য তিন মিনিটে পরই ব্যবধান ঘুচিয়ে দেয় সিটি। তবে এবারও দৃশ্যপটে সন। ডান দিক থেকে টটেনহ্যামের ডি-বক্সে ক্রস বাড়ান জুলিয়ান আলভারেজ, গোলমুখে আরলিং হালান্ড ফ্লিক করার চেষ্টা করেও ব্যর্থ হন। ডিফেন্ডার এমারসন বল ক্লিয়ার করতে ফেলে তার পেছনেই থাকে সনের হাঁটুতে লেগে বল চলে যায় জালে!

আত্মঘাতী গোলে সমতা ফেরানোর পর নিজেদের আসল খেলাটা খেলতে থাকে সিটি। তবে গোলের দেখা পাচ্ছিলো না। একের পর এক মিস করে যেতে থাকেন তাদের আক্রমণভাগের খেলোয়াড়রা। ত্রয়োদশ মিনিটে অবিশ্বাস্য একটি মিস করেন হালান্ড। ২৯তম মিনিটে ডোকুর বুলেট গতির শট পোস্টে লেগে ব্যর্থ হয়।

অবশেষে ম্যাচের ৩১তম মিনিটে এগিয়ে যায় শিরোপাধারীরা। ছোট ছোট পাসে শাণানো আক্রমণে বক্সে আলভারেজের বাড়ানো বল পেয়ে কাছ থেকে গোলটি করেন ফিল ফোডেন। এরপর দুই দল আর কোনো গোল না পাওয়ায় ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় সিটি।

বিরতির পর টটেনহ্যামকে সমতায় ফেরান জিওভানি লো সেলসো। ৬৯তম মিনিটে সনের পাস ডি-বক্সের বাইরে পেয়ে নিচু শট নেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ঠেকাতে ঝাঁপিয়ে পড়েন সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন, বলে আঙুলও ছোঁয়ান তিনি, কিন্তু রুখতে পারেননি।

জয় পেতে মরিয়ে সিটি এগিয়ে যায় ম্যাচের ৮১তম মিনিটে। ডি-বক্সে ডিফেন্ডারদের চ্যালেঞ্জ এড়িয়ে গ্রিলিশকে পাস দেন হালান্ড। ডান পায়ের নিখুঁত শটে স্কোরলাইন ৩-২ করেন ইংলিশ মিডফিল্ডার। তবে ব্যবধান ধরে রাখতে পারেনি সিটি।নির্ধারিত সময়ের শেষ মিনিটে জালে বল পাঠিয়ে পয়েন্ট ছিনিয়ে নেন কুলুসেভস্কি। 

এ নিয়ে টানা তিন ম্যাচে পয়েন্ট খোয়ালো সিটি। তাতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারানো সিটি এখন নেমে গেল তিন নম্বরে। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩০। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে লিভারপুল।