লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হাবিবুর রহমান সোহান। চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণে এই কীর্তি গড়েন তিনি। পঞ্চাশ ছোঁয়ার পর ঝড়ো গতিতে স্পর্শ করলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। মাত্র ৪৯ বলে লিস্ট ‘এ’-তে দেশের দ্রুততম সেঞ্চুরিটি করেন এই তরুণ।
কক্সবাজারে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নর্থ জোনের হয়ে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন এই ব্যাটার। সোহান শেষ পর্যন্ত ৬১ বলে ১১৭ রান করেন। তার ইনিংসটি সাজানো ছিল ৯টি করে চার ও ছক্কায়। এই সেঞ্চুরি করার পথে হাবিবুর পেছনে ফেলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে।
সোহানের সেঞ্চুরিত ভর করে সেন্ট্রাল জোনকে উড়িয়ে দিয়েছে নর্থ জোন। আগে ব্যাটিং করে ২০১ রানে অলআউট হয় সেন্ট্রাল। তাড়া করতে নেমে মাত্র ২৪.২ ওভারে লক্ষ্যে পৌছে যায় নর্থ। সোহানের ঝড়ের পর দলকে জয়ের বন্দরে পৌছে দেন অমিত হাসান (২১) ও আব্দুল্লাহ আল মামুন (২০)।
এতদিন ধরে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল মাশরাফির দখলে। ২০১৬ সালে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামালের বিপক্ষে সেঞ্চুরি করেন মাশরাফি। এবার সেই রেকর্ড ভাঙলেন ২৫ বছর বয়সী সোহান।