খেলাধুলা

ডেভিড মিলারকে আনছে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন সাউথ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার। ফরচুন বরিশাল উড়িয়ে আনছে কিলার মিলারকে। ড্রাফটের বাইরে থেকে মিলারের সাথে চুক্তি করেছে বরিশাল। তবে কতদিন মিলারকে পাওয়া যাবে তা এখনও বলতে রাজি নয় ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী বুধবার শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি–টোয়েন্টি আসর এসএ টোয়েন্টি। টুর্নামেন্ট শেষ হবে ১০ ফেব্রুয়ারি। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ১৯ জানুয়ারি থেকে। এসএ টোয়েন্টিতে পার্ল রয়্যালের ক্যাপ্টেন মিলার। নিজের দেশের টুর্নামেন্ট শেষ করে তাকে উড়াল দিতে হবে বাইরে।

এর আগে একাধিকবার মিলার আসার সরগোল উঠলেও কোনবার তাকে খেলাতে পারেনি কেউ। এবার বরিশাল তাকে দলে নিয়ে নতুন করে আলোচনা উঠলো। শেষ পর্যন্ত থাকে খেলাতে পারে কী না সেটা দেখার।

এদিকে ড্রাফটের বাইরে আরও তিন ক্রিকেটারকে নিয়েছে বরিশাল। মোহাম্মদ ইমরান, আকীফ জাভেদ ও নুয়ান থুশারা।

ফরচুন বরিশালের স্কোয়াড: তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিত ওয়েলালাগে,  মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল ও দীনেশ চান্দিমাল।