তৃতীয় ওয়ানডেতে বল হাতে ঘূর্ণিঝড় তুললেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর সেই ঝড়ে তছনছ জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২২.৫ ওভারে মাত্র ৯৬ রানে অলআউট হয়েছে সফরকারীরা।
হাসারাঙ্গা ৫.৫ ওভারে বোলিং করে ১ মেডেনসহ মাত্র ১৯ রান দিয়ে নেন ৭টি উইকটে। যা তার ক্যারিয়ার সেরা বোলিং।
এর আগে ক্যারিয়ারে তিনবার তিনি ফাইফার নিয়েছিলেন। তার মধ্যে ২০২৩ সালের জুনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৪ রানের বিনিময়ে নিয়েছিলেন ৬ উইকেট। সেটা ছিল তার ক্যারিয়ার সেরা। এছাড়া একই বছর ওমানের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৯ রান নিয়েছিলেন ৫ উইকেট। আজ জিম্বাবুয়ের বিপক্ষে সবগুলোকে টপকে ১৯ রানে ৭ উইকেট নিয়ে নতুন উচ্চতায় আরোহণ করেন।
হাসারাঙ্গার বোলিং তোপের মুখে জিম্বাবুয়ের ছয়জন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। বাকিদের মধ্যে জয়লর্ড গুম্বি ৪ চারে সর্বোচ্চ ২৯ রান করেন। তাকুদজোয়নাশে কাইতানো করেন ১৭ রান। এছাড়া লুক জংউয়ি ১৪, ওয়েলিংটন মাসাকাদজা ১১ ও সিকান্দার রাজা করেন ১০ রান।
হাসারাঙ্গার ৭ উইকেটের বাইরে ১টি করে উইকেট নেন দিলশান মদুশঙ্ক, মাহিশ থিকশানা ও জানিথ ও লিয়ানাগে।