খেলাধুলা

আরেকবার মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

আরেকবার মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

বিশ্ব ফুটবলের লড়াইটা এখনও লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যেই হচ্ছে। যদিও ইউরোপের সেই আমেজ আর নেই। তাও আরেকবার দ্বৈরথের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো। মেসির আরেকটি কীর্তি টপকে রোনালদোই এখন শীর্ষে। 

সৌদি প্রো লিগে শনিবার আল ফাতেহর বিপক্ষে আল নাসরের ২-১ ব্যবধানের জয়ে ১৭ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেছেন রোনালদো। আর এই গোল দিয়েই মেসিকে টপকে গেছেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারে পেনাল্টি ছাড়া গোলের হিসেবে রোনালদোই এখন সবার উপরে। 

এত দিন পেনাল্টি ছাড়া গোলে মেসি ও রোনালদোর গোল ছিল ৭১৩টি করে। গতকাল রোনালদো সেটা নিয়ে গেলেন ৭১৪তে। রোনালদো তার ক্যারিয়ারের ৮৭৫ গোলের ১৬১টি করেছেন পেনাল্টি থেকে। মেসির পেনাল্টি গোল ১০৮টি। আর সব মিলিয়ে রোনালদোর গোল ৮৭৫টি।মেসির ৮২১টি।

ক্লাব আর আন্তর্জাতিক গোলেও মেসির চেয়ে এগিয়ে রোনালদো। ক্লাব ফুটবলে মেসি করেছেন ৭১৫টি, রোনালদোর গোল ৭৪৭টি। আর আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল রেকর্ড ১২৮টি, মেসির ১০৬।