খেলাধুলা

ঢাকা প্রিমিয়ার লিগের রোল অব অনার

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জয় মানেই বাড়তি আনন্দ, উদ্দীপনা। সোমবার মিরপুর শের-ই-বাংলায় শেষ ম্যাচে জয়েও সেই ছাপ পড়লো। সবুজ গালিচায় আকাশী উৎসব। সমর্থকরা ঢোল পিটিয়ে, নেচে-গেয়ে পতাকা উড়িয়ে গাইলো বিজয়ের গান। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত গ্রহণ করেন চ্যাম্পিয়ন ট্রফি। ট্রফি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

লিগ এবার ছিল অনেকটাই একপেশে। রাউন্ড রবিন লিগের পর সুপার লিগেও আবাহনী দাপট দেখিয়েছে। কোনো ম্যাচ হারেনি তারা। কোনো দল তাদের তেমন চ্যালেঞ্জও জানাতে পারেনি। তাই তো সুপার লিগের তিন ম্যাচ আগেই নিশ্চিত হয়ে যায় আবাহনীর ২৩তম শিরোপা। 

আজ তাদের চ্যালেঞ্জ ছিল কেবল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া। সেই কাজটাও সেরে ফেলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে। লিগে রানার্সআপ হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

ডিপিএলের রোল অব অনার (২০০০ সাল থেকে)

মৌসুম  চ্যাম্পিয়ন  রানার্সআপ ২০২৩-২৪ আবাহনী   মোহামেডান ২০২২-২৩ আবাহনী   শেখ জামাল ধানমন্ডি ক্লাব   ২০২১-২২ শেখ জামাল ধানমন্ডি ক্লাব   লেজেন্ড অব রূপগঞ্জ ২০১৯-২০ আবাহনী   প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ২০১৮-১৯ আবাহনী   লেজেন্ড অব রূপগঞ্জ ২০১৭-১৮ আবাহনী   লেজেন্ড অব রূপগঞ্জ ২০১৬-১৭ গাজী গ্রুপ ক্রিকেটার্স  প্রাইম দোলেশ্বর ২০১৫-১৬ আবাহনী   প্রাইম দোলেশ্বর ২০১৪-১৫ প্রাইম ব্যাংক  প্রাইম দোলেশ্বর ২০১৩-১৪ গাজী ট্যাংক শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২০১১-১২ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব   ওল্ডডিওএইচএস ২০১০-১১ আবাহনী   মোহামেডান ২০০৯-১০ মোহামেডান বিমান বাংলাদেশ ২০০৮-০৯ আবাহনী   সূর্যতরুণ ২০০৭-০৮ আবাহনী   বিমান বাংলাদেশ ২০০৬-০৭ আবাহনী   মোহামেডান ২০০৫-০৬  ওল্ডডিওএইচএস  সোনারগাঁও ক্রিকেটার্স ২০০৪-০৫  ওল্ডডিওএইচএস  সিটি ক্লাব ২০০২-০৩ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব   মোহামেডান ও সিটি ক্লাব ২০০১-০২ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব   মোহামেডান ২০০০-০১ মোহামেডান  আবাহনী

* ২০০৩-০৪ ও ২০১২-১৩ মৌসুমে লিগ হয়নি

ঢাকা লিগের সফল ক্লাব:

ক্লাব শিরোপা আবাহনী লিমিটেড  ২৩ বার  মোহামেডান স্পোর্টিং ক্লাব  ৯ বার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬ বার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ৪ বার ওল্ডডিওএইচএস ক্রিকেট ক্লাব ২ বার  ব্রাদার্স ইউনিয়ন  ১ বার গাজী ট্যাংক ক্রিকেটার্স  ১ বার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব  ১ বার গাজী গ্রুপ ক্রিকেটার্স  ১ বার শেখ জামাল ধানমন্ডি ক্লাব  ১ বার