খেলাধুলা

স্পেন ছেড়ে সৌদি আরব যাচ্ছেন রিয়ালের অধিনায়ক

স্পেন ছেড়ে সৌদি আরব যাচ্ছেন রিয়ালের অধিনায়ক

রিয়াল মাদ্রিদের অধিনায়ক নাচো ফার্নান্দেজ স্পেন ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাতে যাচ্ছেন। সৌদি প্রো লিগের ক্লাব আল কাদসিয়াহর হয়ে খেলবেন তিনি।

নাচো বর্তমানে স্পেন দলের সঙ্গে ইউরো-২০২৪ এ খেলছেন। জানা গেছে, আল কাদসিয়াহ ছাড়াও আল ইত্তিহাদ তাকে দলে নিতে চেষ্টা করেছিল। কিন্তু ৩৪ বছর বয়সী রক্ষণভাগের এই খেলোয়াড় আল কাদসিয়াহর প্রস্তাব লুফে নেন।

নাচো রিয়ালের হয়ে রেকর্ড ২৬টি শিরোপা জিতেছেন। এছড়া ক্লাবটির বয়সভিত্তিক দলের হয়ে জিতেছিলেন ১১টি শিরোপা। রিয়ালের হয়ে যে পাঁচজন খেলোয়াড় ছয়টি ইউরোপিয়ান শিরোপা জিতেছেন তাদের মধ্যে নাচো একজন। বাকিরা হলেন- লুকা মদ্রিচ, টনি ক্রুস, দানি কারবাহাল ও পাকো জেন্তো।

নাচোর নেতৃত্বে রিয়াল এবার স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে। সে কারণে তিনি স্পেনের ইউরো দলেও ডাক পান।

চলতি মাসেই রিয়ালের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। ইউরো শুরুর আগে থেকেই তিনি তার ভবিষ্যত নিয়ে ভাবছিলেন। ভাবছিলেন মেজর লিগ সকারের একটি ক্লাবে যোগ দেওয়ার বিষয়টিও। কিন্তু শেষ পর্যন্ত আমেরিকা না গিয়ে সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নেন। যেখানে তার সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা খেলছেন। খেলছেন বার্সা তারকা নেইমারও।

আল কাদসিয়াহ গেল মৌসুমে সৌদি প্রো লিগে উত্তীর্ণ হয়। এই দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াল সাবেক খেলোয়াড় মাইকেল গঞ্জালেস।