খেলাধুলা

মেসির বিশ্রামের ম্যাচে নিষিদ্ধ স্কালোনি

কোপা আমেরিকার চলতি আসরে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে রেখেছে লিওনেল স্কালোনির দল। তৃতীয় ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে দলের সেরা তারকা মেসি থাকছেন না। সেই সঙ্গে এক ম্যাচ নিষেধাজ্ঞায় কোচ স্কালোনিকেও পাচ্ছে না দল।

জানা গেছে, চলতি আসরে পরপর দুই ম্যাচে প্রথমার্ধ শেষে বিরতির পর দেরি করে মাঠে ঢুকেছেন স্কালোনি। যে কারণে শাস্তি পেয়েছেন আর্জেন্টিনা কোচ। বিশ্বকাপ জয়ী কোচকে এক ম্যাচ নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। 

কানাডাকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে আর্জেন্টিনা। ওই ম্যাচে বিরতির পর কানাডা দল মাঠে নামতে প্রস্তুত থাকলেও আর্জেন্টিনা দল আসে মিনিট পাঁচেক পরে। ম্যাচের পর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টিনার শাস্তি দাবি করেন কানাডা কোচ।

পরের ম্যাচে চিলিকে ১-০ গোলে হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে বিরতির পর দুই মিনিট দেরিতে মাঠে আসেন মেসি, ডি মারিয়ারা। আর দেরি করার দায়ভার বর্তায় ম্যানেজার স্কালোনির কাঁধেই।

কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের অবশ্যই বিরতির পর সঠিক সময়ে মাঠে থাকতে হবে এবং প্রথমবার নিয়ম ভঙ্গ করলে সতর্ক করা হবে। দ্বিতীয়বার একই কাজ করলে পেতে হবে শাস্তি।

প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।  ‘এ’ গ্রুপের সেরা হতে পেরুর বিপক্ষে ড্র করলেই চলবে তাদের। জয় পেলে তো কথাই নেই। হারলেও সমস্যা নেই।