খেলাধুলা

শীর্ষেই আছে জাপান

শুক্রবার (২৬ জুলাই, ২০২৪) আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে অলিম্পিক গেমস-২০২৪। ২৭ তারিখ থেকে পুরোদমে শুরু হয় পদকের লড়াই। ইতোমধ্যে তিনদিনের খেলা শেষ হয়েছে। সোমবার (২৯ জুলাই, ২০২৪) পর্যন্ত পয়েন্ট তালিকায় যথারীতি শীর্ষে আছে জাপান।

তবে চমক দেখিয়েছে ফ্রান্স। দ্বিতীয় দিন শেষে চতুর্থ স্থানে থাকা আয়োজক ফ্রান্স উঠে এসেছে পদক তালিকার দ্বিতীয় স্থানে। আগেরদিন ষষ্ঠস্থানে থাকা চীন উন্নতি করে অবস্থান নিয়েছে তিনে। অস্ট্রেলিয়া আছে চতুর্থ স্থানে এবং পঞ্চম স্থানে আছে দক্ষিণ কোরিয়া।

জাপান ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক জিতেছে। ফ্রান্স ৫টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১৬টি পদক জিতেছে। চীনের মোট পদক সংখ্যা ১২। তারা ৫টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ জিতেছে।

আজ মঙ্গলবার (৩০ ‍জুলাই, ২০২৩) চতুর্থ দিনে রয়েছে ১২টি স্বর্ণ পদকের লড়াই। এই লড়াই শেষে নিশ্চয়ই পদক তালিকায় বেশ কিছু উন্নতি-অবনতি হবে। তার আগে চলুন দেখে নিই তৃতীয় দিন শেষের অলিম্পিক গেমসের পয়েন্ট টেবিল।

দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট জাপান ৬ ২ ৪ ১২ ফ্রান্স ৫ ৮ ৩ ১৬ চীন ৫ ৫ ২ ১২ অস্ট্রেলিয়া ৫ ৪ ০ ৯ দ. কোরিয়া ৫ ৩ ১ ৯ যুক্তরাষ্ট্র ৩ ৮ ৯ ২০ গ্রেট ব্রিটেন ২ ৫ ৩ ১০ ইতালি ২ ৩ ৩ ৮ কানাডা ২ ১ ২ ৫ হংকং, চীন ২ ০ ১ ১