খেলাধুলা

ফুটবলকে বিদায় জানালেন পর্তুগিজ কিংবদন্তি

বয়স পেরিয়েছিল চল্লিশের ঘর। তবুও দেশের জার্সিতে খেলে যাচ্ছিলেন পেপে। অবশেষে থামলেন পর্তুগালের রক্ষণভাগের অভিজ্ঞ এই খেলোয়াড়। জাতীয় দল কিংবা ক্লাবের হয়ে আর দেখা যাবে না এই বর্ষীয়ান খেলোয়াড়কে। পেপে নিজেই জানিয়েছেন তার বিদায়ের কথা।

জাতীয় দলের হয়ে সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচটাই হয়ে রইলো পেপের শেষ ম্যাচ। বিদায়ী ম্যাচে অবশ্য কিছু করতে পারেননি পেপে। দল হেরে বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকেই। সেই ম্যাচে ইউরোর মূলপর্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি।

পর্তুগাল জাতীইয় দলের হয়ে ১৪১টি ম্যাচ খেলেছেন পেপে। জাতীয় দলের হয়ে একমাত্র সাফল্য ২০১৬ ইউরোতে শিরোপা উচিয়ে ধরা। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদে সোনালি সময় কেটেছে পেপের। মাদ্রিদের ক্লাবটির হয়ে জিতেছেন তিনটি লা লিগা, তিনটি চ্যাম্পিয়নস লিগ এবং দুটি ক্লাব বিশ্বকাপের শিরোপা।

পেপের ক্যারিয়ারের শুরু পর্তুগিজ ক্লাব পোর্তোয়। এরপর ২০০৭ সালের যোগ দেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটিতে দশ দশক কাটিয়ে ২০১৭ সালে পাড়ি জমান রিয়াল ছেড়ে বেসিকতাসে। দুই মৌসুম তুর্কি ক্লাবটিতে খেলে ২০১৯ সালে ফিরে যান পোর্তোয়।