খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ওয়েস্ট ইন্ডিজ তারকা

বিগত কয়েকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের হিড়িক লেগে গেছে। এবার সেই তালিকায় নাম লেখালেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার শ্যানন গ্যাব্রিয়েল। দেশের জার্সি গায়ে আর মাঠে দেখা যাবে না এই ফাস্ট বোলারকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন গ্যাব্রিয়েল।

বুধবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অবসর ঘোষণা দেন গ্যাব্রিয়েল। দেশের হয়ে খেলাটা আনন্দের জানিয়ে গ্যাব্রিয়েল লেখেন, ‘গত ১২ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আমি নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে উৎসর্গ করেছি। ভালোবাসার এই খেলাটার সর্বোচ্চ স্তরে খেলতে পারা আমার জন্য বিশাল আনন্দের। কিন্তু একটা সময় থামতে হয়।’

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার সময় আমার পরিবার ও আমি অসংখ্য আশীর্বাদ এবং সুযোগ পেয়েছি, তার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রশাসকদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। কোচ এবং স্টাফদেরও। আপনারা আমার যাত্রা সুন্দর করে তুলেছেন।’

জাতীয় দলের জার্সি তুলে রাখলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন গ্যাব্রিয়েল। তিনি আরও যোগ করেন, ‘সামনের দিকে এগিয়ে যেতে চাই। আগে যেমন আন্তর্জাতিক ক্রিকেটে করেছি, তেমনি দেশের ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে চাই।’

২০১২ সালে টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন গ্যাব্রিয়েল। এরপর একে একে কাটিয়ে দিয়েছেন এক যুগ। দেশের হয়ে তিন ফরম্যাটে ৮৬টি ম্যাচ খেলেছেন তিনি, উইকেট নিয়েছেন ২০২টি। এই ৮৬ ম্যাচের মধ্যে ৫৯টিই টেস্ট, টেস্টে তার শিকার ১৬৬ উইকেট।