খেলাধুলা

১৩৯ ছক্কা হাঁকিয়ে গেইলের রেকর্ড ভাঙলেন পুরান

ক্রিস গেইলকে বলা হয় টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা। টি-টোয়েন্টির ভুরি ভুরি রেকর্ড আছে কিংবদন্তি এই ক্রিকেটারের দখলে। এই যেমন ২০১৫ সালে এক পঞ্জিকাবর্ষে ১৩৫ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। ৯ বছর পর তার সেই রেকর্ড ভেঙে দিলেন তারই স্বদেশি নিকোলাস পুরান।

স্থানীয় সময় শনিবার (৩১ আগস্ট) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজেদের প্রথম ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মুখোমুখি হয় পুরানদের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। এই ম্যাচে ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে ঝড় তোলেন পুরান। মাত্র ৪৩ বল খেলে ৭টি চার ও ৯ ছক্কায় করেন ৯৭ রান। আর এই ৯ ছক্কা হাঁকিয়ে তিনি এক পঞ্জিকাবর্ষে তার মোট ছক্কার সংখ্যা নিয়ে যান ১৩৯* এ। ভেঙে দেন গেইলের রেকর্ড।

গেইল ২০১৫ সালের আগে ২০১২ সালে ১২১, ২০১১ সালে ১১৬ ও ২০১৬ সালে এক পঞ্জিকাবর্ষে হাঁকিয়েছিলেন ১১২ ছক্কা।

কিন্তু পুরান এই পঞ্জিকাবর্ষে তার ছক্কার সংখ্যাটা কোথায় নিয়ে যান দেখার বিষয়। নিশ্চয়ই সেটা অনেক দূরে নিয়ে যাবেন। হতে পারে ধরাছোঁয়ার বাইরেও।