সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়াম অনন্য এক রেকর্ড গড়েছে বুধবার (১৮ সেপ্টেম্বর, ২০২৪)। এদিন এই স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্য দিয়ে এই ভেন্যুতে ২৫০টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার রেকর্ড হয়। ওয়ানডে ক্রিকেটের ৫৩ বছরের ইতিহাসে যে রেকর্ড নেই পৃথিবীর আর কোনো স্টেডিয়ামের।
শারজাহর পরে রয়েছে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব। এই মাঠে মোট ১৮২টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি) ১৬১ ম্যাচ নিয়ে তৃতীয়, ১৫১ ম্যাচ নিয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) চতুর্থ ও শ্রীলঙ্কার আর. প্রেমাদাসা স্টেডিয়াম ১৫১ ম্যাচ নিয়ে আছে পঞ্চম স্থানে।
ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৯৭১ সালে। ১৯৮২ সালে নির্মিত হয় শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। আর ১৯৮৪ সালে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক ওয়ানডে। ৪২ বছরে একটি মাঠে ২৫০টি আন্তর্জাতিক ওয়ানডে হওয়া নিঃসন্দেহে বিরাট রেকর্ড।