খেলাধুলা

১০ উইকেটের জয়ে প্রোটিয়া মেয়েদের উড়ন্ত শুরু

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার মেয়েরা এবার উড়ন্ত সূচনা করলো। আজ শুক্রবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের হারিয়েছে ১০ উইকেটের ব্যবধানে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ১১৮ রান করে। জবাব দিতে নেমে ১৭.৫ ওভারে কোনো উইকেট না হারিয়েই জিতে যায় প্রোটিয়া মেয়েরা।

অধিনায়ক লরা উলভার্ট ৫৫ বল খেলে ৭টি চারে ৫৯ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৫২ বলে ৬ চারে ৫৭ রানে অপরাজিত থাকেন তাজমিন ব্রিটস।

তার আগে ব্যাট করতে নেমে ৮৩ রানে ৬ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ ১১৮ এর বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। ব্যাট হাতে তাদের স্টেফানে টেইলর ৪১ বলে ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ অপরাজিত ৪৪ রান করেন। শেমাইনি ক্যাম্পবেলে করেন ১৭ রান। জাইদা জেমস ২ চারে ১৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া দিয়ান্দ্রা দোতিন ১৩ ও হেলি ম্যাথিউস ১০ রান করেন।

বল হাতে দক্ষিণ আফ্রিকার নোকুলুলেকো ম্লাবা ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। মারিজানে কাপ ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ২টি উইকেট।