খেলাধুলা

পাকিস্তানের নির্বাচক কমিটিতে আম্পায়ার আলিম দার

পাকিস্তানের ক্রিকেটে সমসাময়িক সময়ে যা চলছে সেটাকে সার্কাসের সঙ্গে তুলনা করলেও কম হয়ে যাবে। নির্বাচক, কোচ থেকে শুরু করে অধিনায়ক বদলের মহারণে যোগ দিয়েছে দেশটি। একেক সিরিজে একেকজনের অধীনে খেলতে হচ্ছে ক্রিকেটারদের। এবার নির্বাচক কমিটিতে নতুন সংযোজন আলিম দার।

সবশেষ ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে ধবলধোলাই হয় পাকিস্তান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যানেজমেন্ট বা দলে কোনো পরিবর্তন আনেনি। কিন্তু ইংল্যান্ডের কাছে মুলতানে হারের পর আবার যেন টনক নড়েছে তাদের। ফলাফল, নির্বাচক কমিটিতে আলিম দার।

আলিম দার নির্বাচক কমিটিতে যোগ হলেও বাদ পড়েননি কেউ। তাতে বেড়েছে সদস্য সংখ্যা। আসাদ শফিক ও হাসান চিমার সঙ্গে নির্বাচক কমিটিতে যুক্ত হয়েছেন তিনি। সেই সঙ্গে যোগ হয়েছেন সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ ও সাবেক ব্যাটসম্যান আজহার আলী।

এর আগে ইউসুফ, শফিক ও চিমার সঙ্গে দল নির্বাচন কমিটিতে ছিলেন প্রধান কোচ ও অধিনায়ক। এখন সদস্য সংখ্যা বেড়ে যাওয়ায় কোচ এবং অধিনায়ককে নির্বাচক কমিটিতে রাখা হচ্ছে না। এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।