খেলাধুলা

ইংল্যান্ডের বাজবল থামিয়ে সমতায় ফিরলো পাকিস্তান

এক ম্যাচ বাদেই মুলতানের পিচের আচরণ একদম চেঞ্জ। প্রথম টেস্টে যেখানে রান বন্যা হলো, সেখানেই দ্বিতীয় টেস্টে থমকে গেল ইংল্যান্ডের বাজবল। পাকিস্তানের স্পিনে কুপোকাত হয়ে মুলতানে ১৫২ রানের বড় ব্যবধানে হারলো ইংল্যান্ড।

সাড়ে তিন বছর পর ঘরের মাঠে টেস্ট জিতলো শান মাসুদের দল।পাকিস্তান দেশের মাটিতে সর্বশেষ টেস্ট জিতেছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর সব মিলিয়ে টানা ১১ টেস্টে হারের স্রোতেই ছিলো তারা।

ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ২৯৭। খুব কঠিন কিছু না। তবে দেড়শ রানের গণ্ডিও পেরোতে পারেনি ইংলিশরা। গুটিয়ে গেছে ১৪৪ রানে। ১৫২ রানের জয়ে পাকিস্তান শুধু ঘরের মাঠে টানা সাত টেস্ট হারের বেদনাময় অধ্যায়ের সমাপ্তিই টানেনি, সিরিজেও এনেছে সমতা।

দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়ে বেন স্টোকসের দলকে একাই ধ্বসিয়ে দিয়েছেন নোমান আলী। পুরো ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। ম্যাচে নোমান ৮ উইকেট নিয়েছেন ৪৬ রান খরচায়।

আজ জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ২৬১ রান, পাকিস্তানের ৮ উইকেট। দিনের শুরুতেই পোপকে ফিরিয়ে দেন সাজিদ খান। এরপর নিজের কাজটা শুরু করেন নোমান। তার ঘূর্ণিতে একে একে উইকেট পতনের মিছিলে যোগ দেন ইংলিশ ব্যাটাররা।

একশর আগেই ইংল্যান্ড হারিয়ে ফেলে ৬ উইকেট। এক প্রান্তে প্রতিরোধ গড়েন অধিনায়ক বেন স্টোকস। দলের হয়ে সর্বোচ্চ ইনিংসটিও খেলেছেন ইংলিশ দলপতি। ৩৬ বলে ৩৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন ইংল্যান্ড অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান: ৩৬৬ ও ২২১  ইংল্যান্ড: ২৯১ ও ১৪৪ ফল: পাকিস্তান ১৫২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাজিদ খান। সিরিজ: তিন টেস্ট সিরিজ ১–১ সমতা