খেলাধুলা

মিরপুরে আলোকস্বল্পতা, আবারও বন্ধ খেলা

:: সংক্ষিপ্ত স্কোর :: বাংলাদেশ ২য় ইনিংস: ২৮৩/৭ (৮৫ ওভার) দ. আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮/১০ (৮৮.৪ ওভার) বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬/১০ (৪০.১ ওভার)

আলোকস্বল্পতায় বন্ধ খেলা মিরপুরে বৃষ্টিতে খেলা বন্ধ ছিল প্রায় এক ঘণ্টা। এরপর খেলা শুরু হলেও আলোকস্বল্পতায় পেসারদের বল করার অনুমতি দেননি আম্পায়াররা। ৮০ ওভার হয়ে যাওয়ায় নতুন বল নিতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দেননি আম্পায়াররা। তাই পুরোনো বলে স্পিনার দিয়েই ৫ ওভার করান এইডেন মার্করাম।

এরপর বাংলাদেশের ব্যাটার ও আম্পায়ারদের সঙ্গে আলোচনা করেন প্রোটিয়া অধিনায়ক। শেষে আলোকস্বল্পতার জন্য খেলা বন্ধ করতে বাধ্য হন দুই আম্পায়ার। খেলা শুরুর পরবর্তী সময় এখনো জানানো হয়নি।  

খেলা বন্ধ হওয়ার আগে ৮৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান। লিড এখন ৮১ রানের। মেহেদী হাসান মিরাজ ১৭১ বলে ৮৭ ও নাইম হাসান ২৮ বলে ১৬ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৩৩ রান।

মিরপুরে বৃষ্টি  এই সময় মিরপুরে বৃষ্টির কোনো সম্ভাবনাই ছিলো না। তাও হুট করে শেরে বাংলার আকাশ ছেয়ে গেল কালো মেঘে। ঝুম করে নেমে এলো বৃষ্টি। বেরসিক বৃষ্টি বাগড়ায় আপাতত বন্ধ রয়েছে খেলা।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৬৭ রান তুলেছে। মেহেদী হাসান মিরাজ ৭৭, নাঈম হাসান ১২ রানে ব্যাট করছিলেন। বাংলাদেশ এগিয়ে ৬৫ রানে।

জাকেরের বিদায় ফিফটির পর টিকতে পারলেন না জাকের আলী। অভিষেক ফিফটি করার পরক্ষনেই বিদায় নিলেন এই মিডল অর্ডার ব্যাটার। মহারাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন তিনি।

বলটা প্যাডে আঘাত করতেই আবেদন করেন মহারাজ। রিভিউ নিয়েছিলেন জাকের, তবে আঘাত হেনেছে লেগ স্টাম্পে। ৫৮ রান করে ফিরেছেন জাকের। বাংলাদেশের লিড ৫০ রান।

ক্রিজে নতুন ব্যাটার নাঈম হাসান। তার সঙ্গে আছেন মেহেদি হাসান মিরাজ।

অভিষেক টেস্টে ফিফটি জাকেরের প্রথম ইনিংসে দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। কিন্তু দ্বিতীয় ইনিংসেই ছুঁয়েছেন পঞ্চাশের ঘর। অভিষেক টেস্টেই ফিফটি পেলেন জাকের আলো অনিক। সেটাও এসেছে দলের বিপদের সময়ে।

১১২ রানে ৬ উইকেট হারানোর পর মিরাজের সঙ্গে মিলে অবিচ্ছিন্ন শতরানের জুটি গড়েছেন। মোসাদ্দেক হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৮ নম্বরে নেমে অভিষেক টেস্টে ফিফটি করেছেন জাকের। বাংলাদেশের লিড ৩৭ রানের।

বাংলাদেশের লিড দক্ষিণ আফ্রিকার তোপ সামলে লিড নিলো বাংলাদেশ। মিরাজ-জাকেরের জুটিতে দক্ষিণ আফ্রিকার ২০২ রানের লিড টপকে সফরকারীদের লক্ষ্য দিতে শুরু করেছে শান্তর দল। এরই মধ্যে একশ রানের জুটি পেরিয়ে সামনে আগাচ্ছেন দুই ব্যাটার।

মেহেদী হাসান মিরাজ ১১৪ বলে ৫৬ ও জাকের আলি ৭৬ বলে ৩৩ রানে অপরাজিত।

মিরাজ-জাকেরে বিপদ কাটিয়ে বিরতিতে বাংলাদেশ দিনের শুরুতে দ্রুত ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি। প্রথম সেশনের বাকি সময়টায় দক্ষিণ আফ্রিকাকে আর কোনো সুযোগ দেননি তারা। রেকর্ডগড়া জুটিতে দলকে নিরাপদে রেখে মধ্যাহ্ন বিরতিতে গেছেন দুজন।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৬৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান। দক্ষিণ আফ্রিকার চেয়ে আর ১ রান পিছিয়ে স্বাগতিকরা।

মিরাজের ফিফটি চাপের মুখে দাঁড়িয়ে দুর্দান্ত ফিফটি তুলে নিলেন মেহেদি হাসান মিরাজ। জাকের আলীকে নিয়ে সপ্তম উইকেটে গড়লেন রেকর্ড জুটি। সেই সঙ্গে দলকে নিয়ে যাচ্ছেন লিডের পথে।

এটি মিরাজের টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি। ৭ চার ও ১ ছক্কায় এই ফিফটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস হারের শঙ্কা অনেকটাই দূর করেছেন এই অলরাউন্ডার। এর আগে পাকিস্তান সফরের দুই টেস্টেও দুটি ফিফটি করেছিলেন মিরাজ। সেই ফিফটি দুটোও এসেছিল দলের বিপদের সময়ে।

মিরাজ-জাকের জুটিতে পঞ্চাশ লিটনের বিদায়ের পর টিকে থাকতে লড়াই করছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি। চাপের মুখে দলের হার এড়াতে লড়ছেন দুজন। এরই মধ্যে গড়েছেন পঞ্চাশছোঁয়া জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সপ্তম উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এখনো দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৮ রানে পিছিয়ে বাংলাদেশ।

লিটনের বিদায়ে বিপদে বাংলাদেশ কেশব মহারাজের বলটা লিটনের ব্যাট ঘেষে জমা হলো উইকেটকিপারের হাতে। বল হাতে নিয়েই কট বিহাইন্ডের আবেদন করেন জর্জি। তবে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা।

রিভিউতে দেখা যায়, বল কিপারের গ্লাভসে জমা হওয়ার আগে লিটনের ব্যাট চুমো খেয়ে যায়। ব্যস, প্যাভিলিয়নে ফিরতে হয় লিটনকে। লিটনের বিদায় মহাবিপদে বাংলাদেশ। আর মাত্র ৪ উইকেট ফেলতে পারলেই ইনিংস ব্যবধানে ম্যাচ জিতে যাবে দক্ষিণ আফ্রিকা।

১৫ বলে ১ চারে ৭ রান করেছেন লিটন। উইকেটে নতুন ব্যাটার জাকের আলি। তার সঙ্গী মিরাজ।

এবার মুশফিকের বিদায় জয়ের পর টিকতে পারলেন না মুশফিকও। জয়কে আউট করার এক বল পর মুশফিককেও বিদায় করে দিলেন রাবাদা। ফুল লেংথ ডেলিভারির লাইন ভুলে বোল্ড হয়ে গেলেন মুশফিক।

৩ চারে ৩৯ বলে ৩৩ রান করেন মুশফিক। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস।

সকালেই ফিরে গেলেন জয় তৃতীয় দিনের শুরুতেই জয়কে ফেরালেন রাবাদা। পঞ্চম ওভারে কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বল দূর থেকে খেলার চেষ্টায় স্লিপে ক্যাচ দিলেন তরুণ ওপেনার।

৫ চারে ৯২ বলে ৪০ রান করেন জয়। তার বিদায়ে ভাঙে ৪৬ রানের চতুর্থ উইকেট জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন কুমার দাস। অন্যপ্রান্তে মুশফিকুর রহিম।

হার এড়ানোর লক্ষ্য বাংলাদেশের মিরপুর টেস্টে এখন পর্যন্ত চালকের আসনে কেউ নেই। তবে পরাজয় কিছুটা হলেও চোখ রাঙাচ্ছে। সেটা এড়ানোর লক্ষ্য আজ মাঠে নামবে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ এখন পর্যন্ত ৩ উইকেটে ১০১। দক্ষিণ আফ্রিকাকে আবারও ব্যাটিংয়ে নামাতে হলে করতে হবে আরও ১০১। হাতে ৭ উইকেট নিয়ে বাংলাদেশ কি পারবে প্রোটিয়াদের সামনে লক্ষ্য ছুঁড়ে দিতে?