খেলাধুলা

‘সবাই বিশ্বাস করে আমরা জিততে পারি, যেকোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারি’

ড্রেসিংরুমের অবস্থা কেমন? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন নিয়ে আলোচনার সূত্রপাত। এরপর প্রায় প্রতিটি প্রশ্নেই বাংলাদেশের পাকিস্তানি স্পিন কোচ মুশতাক আহমেদ শুনিয়েছিলেন টাইগারদের আত্মবিশ্বাসের কথা। 

বুধববার (২৩ অক্টোবর) তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান। লিড ৮১ রানের। ধ্বংসস্তুপ থেকে মেহেদী হাসান মিরাজ আর জাকের আলী অনিকের লড়াই বিশ্বাসের রেণু ফোঁটাচ্ছে লাল-সবুজের শিবিরে। কথায় কথায় মুশতাক টেনেছেন রাওয়ালপিন্ডিতে ৬ উইকেটে ২৬ রান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প।

‘ড্রেসিংরুমের অবস্থা সবসময় ভালো। কারণ, আপনাকে তো বিশ্বাস রাখতে হবে। পাকিস্তান সিরিজে ২৬ রানে ৬ উইকেট থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। সবাই বিশ্বাস রাখে আমরা জিততে পারি, যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারি।’

দ্বিতীয় দিন শেষে হাসান মাহমুদ বলেছিলেন আজ তিন সেশন ব্যাটিং সম্ভব। দুই’শ কিংবা তার বেশি লিড হতে পারে তাহলে দাঁড়াবে জয়ের সম্ভবানাও। মুশতাকের কাছে জানতে চাওয়া হয়েছিল লক্ষ্য কেমন হতে পারে? এখানেও ঘুরে ফিরে এসেছে বিশ্বাসের কথা।

‘যত বেশি সম্ভব রান করা যায়। যত বেশি সময় সম্ভব ব্যাট করা যায়। যত লিডই হোক, আমাদের জয়ের বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো দলকে চ্যালেঞ্জ করা যায়। তাই যত বেশি সম্ভব রান চাই এখন।’

২০০ রানের লিড হতে পারে? এমন প্রশ্নে মুশতাকের উত্তর, ‘২০০ রান, কেন নয়? ২৬/৬ থেকে আমরা টেস্ট জিতেছি। এই বিশ্বাস রাখতে হবে। আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কোচিং স্টাফ, আমরা এই বিশ্বাস ছড়িয়ে দেই। সব পরিস্থিতিতেই বিশ্বাস রাখতে হবে। আমি সবসময় বিশ্বাস করেছি, দল হিসেবে বিশ্বাস রাখলে, ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস রেখে প্রক্রিয়া অনুসরণ করলে যেকোনো পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।’

দিনের শুরুতে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম (৩৩) ও মাহমুদুল হাসান জয়ের (৪০) সঙ্গে শুরুতেই ফেরেন লিটন দাস (৭)। এরপর লড়াই শুরু হয় মিরাজ-জাকেরের। ইনিংস হারের শঙ্কা উড়িয়ে পাল্টা আক্রমণে লিড এনে দেন দুজনে। জাকের ফিরলেও মিরাজ ব্যাট করছেন ৮৭ রানে। তার সঙ্গে ১৬ রানে অপরাজিত আছেন নাঈম হাসান। 

জয় সম্ভব কিনা? এমন প্রশ্নে মুশতাক বলেন, ‘তৃতীয়বারের মতো বলছি, ২৬/৬ থেকে ম্যাচ জিতেছি। ইনশাআল্লাহ এই ম্যাচও জিততে পারি। এই বিশ্বাসটাই শুধু রাখতে হবে। বিশ্বাস হলো সেই জিনিস, আপনি জানেন কোন প্রক্রিয়ায় জিততে হবে এবং হাল ছেড়ে দিবেন না। নাঈম দারুণ ব্যাট করেছে। ১৬ রানের মতো করেছে। এটাই লড়াই। হাল ছাড়া যাবে না। মানুষ যাতে তোমাকে নিয়ে আশা করতে পারে।’