খেলাধুলা

চট্টগ্রাম টেস্টের দলে আরও এক পরিবর্তন

চট্টগ্রাম টেস্টের দলে আরো একটি পরিবর্তন ঘটেছে। অনুশীলনের সময় কনকাশনের শিকার হয়ে ছিটকে গেছেন জাকের আলী অনিক। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। 

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাকের আলীর ছিটকে যাওয়ার ব্যাপারে জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম খান বলেন, ‘রোববার ব্যাটিং অনুশীলনের সময় জাকের আলী কনকাশনের শিকার হয়েছেন। এখনো তিনি ভুগছেন এবং লক্ষণ ভালো নয়। তার পূর্বের কনকাশনের হিসেব ধরলে সেরে উঠতে সময় লাগবে। ক্লিনিক্যালি বললে সে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছে।’

জাকেরের জায়গায় সুযোগ পাওয়া অঙ্কন পরীক্ষিত ক্রিকেটার। ঢাকা ডিভিশন লিগে দারুণ ব্যাটিং করেছেন এই ব্যাটার। ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে রান করেছেন ১৯৩৪। চলমান জাতীয় ক্রিকেট লিগেও সিলেটের বিপক্ষে ১১৮ রানের ইনিংস খেলেছেন অঙ্কন। এবার ফর্ম জাতীয় দলে দেখানোর পালা।