বাংলাদেশের জার্সি গায়ে টেস্টে অনেকদিন ধরেই ধারাবাহিক পারফর্ম্যান্স করে আসছেন মেহেদি হাসান মিরাজ। ব্যাট-বল হাতে একের পর এক সিরিজে দেখিয়েছেন নৈপুণ্য। ফলাফলও পেলেন হাতেনাতে। আইসিসির সদ্য হালনাগাদকৃত টেস্ট র্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় তিনে অবস্থান করেছেন মিরাজ।
বুধবার (৩০ অক্টোবর) আইসিসি হালনাগাদকৃত র্যাংকিং প্রকাশ করে। তাতে ২ ধাপ এগিয়ে প্রথমবারের মতো পাঁচ থেকে তিনে উঠলেন মিরাজ। এটাই তার ক্যারিয়ার সেরা র্যাংকিং এখন পর্যন্ত। সাকিব তিন থেকে নেমে গেলেন চারে। মিরাজের বর্তমান পয়েন্ট ২৯৪, সাকিবের পয়েন্ট ২৮০।
অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষ দুটি স্থান ভারতীয়দের দখলে। শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা, তার পরের স্থানে রবিচন্দ্রন অশ্বিন। এরপর যথাক্রমে মিরাজ, সাকিব ও জেসন হোল্ডার আছেন এই তালিকায়।
এদিকে বাংলাদেশের সাথে চট্টগ্রাম টেস্ট খেলতে খেলতেই টেস্টের শীর্ষ বোলার বনে গেছেন কাগিসো রাবাদা। মিরপুরে ৯ উইকেট নিয়ে বড় লাফ দিয়েছেন এই পেসার। এর আগে ২০১৮ সালে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন তিনি, সেবার শীর্ষস্থান ধরে রেখেছিলেন ১ বছর।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ৩ ধাপ এগিয়ে শীর্ষ বিশে প্রবেশ করেছেন। এ মুহূর্তে তার অবস্থান ১৮তম। মিরাজের উন্নতি হয়েছে ব্যাটিং র্যাংকিংয়েও। ৯ ধাপ এগিয়ে এ মুহূর্তে ৬৩ নম্বরে তার অবস্থান। টেস্ট র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন যথারীতি জো রুট।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থান মুশফিকুর রহিমের। তিনি আছেন ২৬ নম্বরে। এরপর ৩৩ নম্বরে আছেন লিটন দাস।