যুব বিশ্বকাপ থেকেই আলোর পাদপ্রদীপে ছিলেন যশস্বী জয়সওয়াল। জাতীয় দলে এসে সেই আলোর বিচ্ছুরণ ছড়াচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার। ইতোমধ্যেই কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন। এবার প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের নতুন এক মাইলফলকে জায়গা করে নিয়েছেন জয়সওয়াল, যেখান শীর্ষে আছেন স্যার ডন ব্র্যাডম্যান।
পার্থ টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেই সেটার প্রায়শ্চিত্ত করেছেন জয়সওয়াল। দলকে নিয়ে গেছেন রান পাহাড়ের চূড়ায়। অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণকে এলোমেলো করে খেলেছেন ২৯৭ বলে ১৬১ রানের ইনিংস।
এই ইনিংস খেলার মধ্যে দিয়ে টেস্টে জয়সওয়ালের রান হলো ১৫৬৮। এই রান করতে মাত্র ১৫টি টেস্ট ম্যাচ খেলেছেন তরুণ ভারতীয় ব্যাটার। যা তাকে জায়গা করে দিয়েছে ১৫ টেস্টে সর্বোচ্চ রান করা ব্যাটারদের তালিকায় সেরা পাঁচে। এই তালিকায় চারে অবস্থান জয়সওয়ালের। যে তালিকায় শীর্ষ নামটি ডন ব্র্যাডম্যানের।
১৫ টেস্টে সর্বোচ্চ রান করা ভারতীয় এখন জয়সওয়াল। তার আগে এই রেকর্ডটি ছিল সাবেক ক্রিকেটার ও ভারতীয় কিংবদন্তি বিজয় হাজারের। তিনি ১৫ টেস্টে করেছিলেন ১৪২০ রান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সেঞ্চুরি জয়সওয়ালের ক্যারিয়ারে চতুর্থ। যার মধ্যে চলতি বছরেই তিনবার ছুঁয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। বিশাখাপত্তনমে তার ২০৯ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে অপরাজিত ২১৪ রানের পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে করলেন ১৬১।
অনূর্ধ্ব-২৩ বছর বয়সী ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক বছরে তিনটি সেঞ্চুরি করাদের তালিকায়ও নাম লিখিয়েছেন জয়সওয়াল। এই তালিকায় আছেন শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, বিনোদ কাম্বলি এবং রবি শাস্ত্রীর মতো ক্রিকেটাররা।
১৫ টেস্টে সর্বোচ্চ রান করা পাঁচ ব্যাটার
ক্রিকেটার রান দেশ স্যার ডন ব্র্যাডম্যান ২১১৫ অস্ট্রেলিয়া মার্ক টেলর ১৬১৮ অস্ট্রেলিয়া এভারটন উইকস ১৫৭৬ ওয়েস্ট ইন্ডিজ যশস্বী জয়সওয়াল ১৫৬৮ ভারত মাইকেল হাসি ১৫৬০ অস্ট্রেলিয়া