খেলাধুলা

প্রথম ম্যাচ জিতে এবার সিরিজে চোখ লিটনের

কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ বাংলাদেশ জিতে নেয় ৭ রানে। জয় যখন হাতছাড়া হয়ে যাচ্ছিল তখন নিজেদের স্নায়ু স্থির রেখে, সামর্থ্যের সবকুটু মেলে ধরে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

স্কোরবোর্ডে ১৪৭ রান নিয়ে জয়ের চিন্তা করা একটু বাড়াবাড়িই বটে। তবে বাংলাদেশ শুরু থেকে বেশ আত্মবিশ্বাসী ছিল। কেননা এই মাঠে এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার দুটিতে জিতেছে। নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে যে দুটিতে জয় পেয়েছে দুটিই ছিল লো স্কোরিং। আজকের ম্যাচেও তা-ই হয়েছে। তাইতো অধিনায়ক লিটন দাস মাঠে নেমেই দলকে দিয়েছিলেন জয়ের বার্তা।

পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছেন, ‘‘আমরা আগেও এখানে খেলেছি। তবে এবার যখন উইকেট দেখলাম, মনে হলো উইকেটের আচরণ আগের মতো হবে না। ভালো ব্যাটিং উইকেট মনে করেছিলাম। কিন্তু আমরা যখন ব্যাটিংয়ে গেলাম, তখন বুঝতে পারলাম যে এটা আসলে খুব ভালো (ব্যাটিং) উইকেট নয়। ১৬০-১৫০ রান এখানে ভালো স্কোর। অবশ্যই ছিল (১৪৭ রান করে জয়ের বিশ্বাস)… আমাদের বোলারদের সামর্থ্য আমরা জানতাম। যে বোলাররা আমাদের আছে, জানতাম যে তাদের ওপর ভরসা রাখতে পারি।”

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ দলকে হারানো কঠিন বলে মন্তব্য করেছিলেন অধিনায়ক। এর আগে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় নিজেদের আত্মবিশ্বাসে জ্বালানি পাওয়ার মতো কিছু ছিল না। কিন্তু তাদের হৃদয়ে যে বড় কিছু পাওয়ার তাড়না ছিল তা বোঝা গেল লিটনের কথায়, “আমি সবসময়ই চাই, তারা যখন খেলবে, আগ্রাসী ক্রিকেট খেলবে। তারা সেটা এর মধ্যেই দেখাচ্ছে। আমাদের ছেলেরা ভালো ক্রিকেট খেলছে।” 

লিটনের চোখ এখন সিরিজ জয়ে, “অনেক লম্বা সফর এটি। আমরা একটি টেস্ট জিতেছি। এখন প্রথম টি-টোয়েন্টি জিতলাম। এটা সবার জন্য প্রেরণাদায়ী। আর একটি ম্যাচ ভালো খেলতে পারলে সিরিজ আমাদের হবে।” 

আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।