আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর, ২০২৪) দুপুরে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। তার আগে একাদশ ঘোষণা করেছে তারা। অক্টোবরে টেস্ট থেকে বাদ পড়া বাবর আজম ফিরেছেন একাদশে। তবে বাদ পড়েছেন আব্দুল্লাহ শফিক। কাজের চাপ কমাতে একাদশে রাখা হয়নি শাহীন আফ্রিদিকেও।
যথারীতি শান মাসুদ নেতৃত্ব দিবেন টেস্ট দলকে। তার সঙ্গে ব্যাটিং ইউনিটে আছেন বাবর, রিজওয়ান। সাইম আইয়ুব ও সৌদ শাকিল পাকিস্তানের ব্যাটিং ইউনিটকে আরও শক্তিশালী করবেন।
অলরাউন্ডার হিসেবে আছেন সালমান আলী আগা ও আমের জামাল। পেস বোলিং ইউনিটে আছেন নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস ও খুররম শাহজাদ।
প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ: শান মাসুদ (অধিনায়কক), সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গোলাম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, সালমান আলী আগা, আমের জামাল, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আব্বাস।