৮৯ রানে থেকে সোহাগ গাজীর বল জায়গা বানিয়ে যে ছক্কাটি উসমান খান হাঁকিয়েছিলেন সেটা চোখ ধাঁধিয়ে দেয়। ওই ছক্কায় নব্বইয়ের ঘরে ঢুকে যান চিটাগং কিংসের ওপেনার উসমান খান। পরের বল মিড অনে পাঠিয়ে আরও ২ রান যোগ হয় তার নামের পাশে। পরের বলেই আরেকটি ভুল করে ফেললেন। শর্ট বল তুলে মারতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন। বল ফাঁকায় পড়লেও দুই ফিল্ডার শফিউল ও সাব্বির চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু দুজনের ধাক্কায় উসমান পেয়ে যান জীবন।
ওভারের শেষ বল। বল আলতো টোকায় লেগ সাইডে ঠেলে উসমান তুলে নেন সেঞ্চুরি। এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি। পাকিস্তানি ব্যাটসম্যানের বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০২৩ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। ১০৩ রানে ছিলেন অপরাজিত। এবার চিটাগং কিংসের জার্সিতে ৪৮ বলে ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের ল্যান্ডমার্ক। শেষ পর্যন্ত ৬২ বলে ১২৩ রান করেন আগ্রাসী ব্যাটসম্যান। ১৩ চার ও ৬ ছক্কায় ১৯৮.৩৮ স্ট্রাইক রেটে সাজানো ইনিংসটিতে চিটাগং কিংস রানের পাহাড় গড়েছে। টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২১৯ রান করে চিটাগং কিংস।
ইনিংসের শুরুতে ওপেনার পারভেজ হোসেন ইমন রানের খাতা খোলার আগে আউট হন। দ্বিতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়েন গুরহাম ক্লার্ক ও উসমান। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে চিটাগং বড় স্কোরের ভিত পেয়ে যায়। ক্লার্ক শফিউলের করা ওভারে ২২ রান তুলে নেন। ডানহাতি ব্যাটসম্যান ২৫ বলে ৪০ রানে থামলেও উসমান ফিফটির পর সেঞ্চুরি তুলে নেন। ২১ বলে ফিফটি স্পর্শ করেন ডানহাতি ব্যাটসম্যান। ফিফটি থেকে সেঞ্চুরিতে যান পরের ২৮ বলে।
স্পিনার ও পেসারদের কড়া শাসন করেন এই ব্যাটসম্যান। শর্ট বলগুলোকে পুল করেছেন চোখের পলকে। তার সেঞ্চুরিতে আড়াল হয়েছে মোহাম্মদ মিঠুনের ঝড়ো ২৮ রানের ইনিংস। ১৫ বলে ২টি করে চার ও ছক্কায় ইনিংসটি সাজান। শেষ দিকে হায়দার আলীর ৮ বলে ১৯ রানের সুবাদে চিটাগংয়ের রান চূড়ায় যায়। আগের ম্যাচে ৭ উইকেট পাওয়া তাসকিন এবার পেয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন সোহাগ, শফিউল ও রায়ান বার্ল।