রাস্তার ধারে পড়ে থাকা বৃদ্ধার পাশে প্রশাসন
নাটোর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন এলাকায় রাস্তার ধারে পড়ে থাকা বৃদ্ধার পাশে দাঁড়াল স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাইজিংবিডিতে ‘অসহায় বৃদ্ধার পাশে বিশ্বস্ত কুকুর' শিরোনামের সংবাদ পড়ে নাটোর জেলা প্রশাসক নলডাঙ্গা উপজেলা ইউএনওকে বৃদ্ধার চিকিৎসা ও থাকার ব্যবস্থা করার নির্দেশ দেন।
ইউএনও মো. সাকিব আল রাব্বি জানান, বৃদ্ধার করুণদশা দেখে তাৎক্ষণিকভাবে বৃদ্ধাকে কিছু টাকা, চাল,ডাল, শুকনো খাবার ও পানি কিনে দিয়েছেন। নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবদুল্লাহকে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং মাধনগরের জনৈক আহসান আলীর বাড়িতে তার থাকার ব্যবস্থা করেছেন।
আহসান আলী বলেন, ‘মানুষ মানুষের জন্য, মানবতার কারণে উনাকে থাকতে দিয়েছি।'
এ ব্যাপারে নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ বলেন, ‘বৃদ্ধাকে সুস্থ করে তুলতে পারলে তার নাম পরিচয় ও ঠিকানা জানা যাবে। আপাতত তার সুচিকিৎসার, খাওয়া ও থাকার ব্যবস্থা করেছি ইউএনও'র মাধ্যমে। বাকিটা সৃষ্টিকর্তার উপরে।'
আরিফুল/টিপু
রাইজিংবিডি.কম