সারা বাংলা

কনটেইনার থেকে এখনও বের হচ্ছে ধোঁয়া

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের তিন দিন পেরিয়ে গেছে। কিন্তু এখনও আগুন পুরোপুরি নেভানো যায়নি। ডিপোর বিভিন্ন কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে।

ডিপোর কোনো কনটেইনারে কেমিক্যাল আছে কি না এটা নিশ্চিত হতে না পারায় বিস্ফোরণের শঙ্কা থেকে ফায়ার সার্ভিস অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে বলে জানানো হয়েছে। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ টিম ও দুটি বিশেষ গাড়ি এই আগুন নেভানোর কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান লিটন জানান, আগুন নিয়ন্ত্রণে আছে। কিন্তু পুরোপুরি নিভেছে এটা বলা যাবে না। এখনও ধোঁয়া উঠছে বিভিন্ন কনটেইনার থেকে। ফায়ার সার্ভিস রাত দিন কাজ করছে।

তিনি বলেন, কনটেইনারে কেমিক্যাল থাকতে পারে এমন শঙ্কা থেকে সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। এছাড়া, বিভিন্ন কনটেইনারে গার্মেন্টস পণ্য, জুট, তুলা, কাপড় পুড়ে এখনও ধোঁয়া বের হচ্ছে। আগুন পুরোপুরি নেভানো হলে এই ধোঁয়া বন্ধ হবে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এখানে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা তিন শিফটে ২৪ ঘণ্টা কাজ করছে। সঙ্গে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ টিমও রয়েছে। আজকের মধ্যেই আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে তারা আশা করছেন।