তিন কর্মদিবসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ আশ্বাস পেয়ে সোমবার (১১ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে সচিবালয় ত্যাগ করেন শিক্ষার্থীরা।
এর আগে, জবি শিক্ষার্থীদের ১২ জন প্রতিনিধির একটি দল আলোচনার জন্য সচিবালয়ে যান এবং সেখানে লিখিত অনুলিপির জন্য অনড় অবস্থান নেন।
জানা গেছে, সোমবার (১১ নভেম্বর) সকালে ক্যাম্পাস থেকে বিশাল মিছিল গণপদযাত্রা শুরু করে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন জবি শিক্ষার্থীরা। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন।
তবে সচিবালয়ে যাওয়া ওই প্রতিনিধি দলেও সঙ্গে শিক্ষা সচিব নিজে দেখা না করেননি। এতে ক্ষব্ধ হয়ে তারা বের হয়ে সচিবালয়ের ফটকের সামনে বসে পড়েন। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয় প্রতিনিধি দলের। সেখানে উপদেষ্টার আশ্বাসের পর আলোচনায় বসেন জবি প্রতিনিধি দল। আলোচনা শেষে তারা সচিবালয় ত্যাগ করেন।
সচিবালয়ে যাওয়া ১২ প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান, সংগঠক একেএম রাকিব, রাইসুল ইসলাম নয়ন, আসাদুল ইসলাম, আবু বকর খান, নওশীন নাওয়ার, সোহান প্রামাণিক, মাসুদ রানা, নূর নবী, ওমর ফারুক, ফেরদৌস শেখ, অপু মুন্সী।
আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, ‘আমরা স্মারকলিপি নিয়ে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে সচিবালয়ে প্রবেশ করেছিলাম। কিন্তু সচিব নিজে দেখা না করে প্রতিনিধি পাঠিয়েছে আমাদের সঙ্গে কথা বলতে। আমরা এটা মানি না। এখন আমাদের দাবি শিক্ষা উপদেষ্টা এসে আমাদের দাবি শুনতে হবে।’
তিনি বলেন, ‘উপদেষ্টা নাহিদ এসে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিন কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। আমরা আলোচনা করে লিখিত অনুলিপি নিয়ে যাব।’
এদিকে লিখিত আশ্বাস ছাড়া শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অনড় অবস্থান করায় সচিবালয় থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি দলকে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে উপদেষ্টা নাহিদসহ শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন সচিব প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনা শেষে প্রতিনিধিরা বের হলে শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে ক্যাম্পাসে ফেরেন।
কি ধরনের আলোচনা হয়েছে জানতে চাইলে মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান রাইজিংবিডিকে বলেন, ‘আমাদের ডেকে নিয়ে পাঁচ দফা দাবির রোডম্যাপ করার কথা বলা হয়। আগামীকাল দুপুর সাড়ে ১২টায় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপচার্যসহ দুজন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে পাঁচ দফা রোডম্যাপ করার কথা বলা হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সবকিছু প্রকাশ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।’
গত ৩ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করতে তা সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে ৪ নভেম্বর থেকে আন্দোলনে নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ি ৪ নভেম্বর দুপুরে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ অবরোধে আটকা পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
ওই সময় উপাচার্য সাংবাদিকদের বলেছিলেন, ‘এটা এমন না যে, বললেই কাজ হয়ে যাবে। যা ১২ বছরে হয়নি, সেটা ১২ দিনে সম্ভব না। আমরা সেনাবাহিনীর সঙ্গে কথা বলছি, এটাও একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।’
পরে উপাচার্য গাড়ি থেকে নেমে হেঁটে তাঁতিবাজার থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় উপাচার্যের সঙ্গে আলোচনার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা হলে. তারা তা প্রত্যাখান করে স্লোগান দিতে থাকেন।
পরদিন ৫ নভেম্বর দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটক তালাবদ্ধ করে দেন।
গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নিরবচ্ছিন্ন দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগ প্রদান ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি সুবিধা দেওয়ার জন্য অর্থ সংস্থান নিশ্চিত করতে হায়ার অ্যাডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প সংশোধনের প্রস্তাব দিয়েছে ইউজিসি। এ প্রস্তাবনার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাইলট প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়েছে।
এতে করে তাদের দাবিতে নতুন দুটি দফা যুক্ত হয়। নতুন যুক্ত হওয়া দাবি দুটি হলো- সম্প্রতি ইউজিসির ঘোষণাকৃত পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেট সর্বনিম্ন ৫০০ কোটি টাকা বরাদ্দ দিতে হবে।
আরও পড়ুন:
দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সম্পন্নে সেনাবাহিনীকে চান শিক্ষার্থীরা
৩ দফা দাবিতে তাঁতিবাজার অবরোধ জবি শিক্ষার্থীদের
৩ দফা দাবিতে প্রশাসনিক ভবনে জবি শিক্ষার্থীদের তালা
দাবি পূরণ হলেই সচিবালয় ছাড়বেন জবি শিক্ষার্থীরা
৫ দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে জবি শিক্ষার্থীরা