উত্তর কোরিয়ার নেতা হিসেবে ক্ষমতার ১০ বছর পূর্ণ করছেন কিম জং উন।
২০১১ সালের ডিসেম্বরে কিম জং উনের বাবা কিম জং ইল মারা যাওয়ার পর উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সর্বোচ্চ কমান্ডার পদে উনের নাম ঘোষণা করা হয়। এরপরই তিনি দেশের সর্বময় ক্ষমতা নিজের হাতে তুলে নেন।
সোমবার (১১ এপ্রিল) কিম জং উনের দলের শীর্ষ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার ১০ বছর পূর্ণ হয়েছে। এর মাধ্যমে তিনি পরিবারের ঐহিত্য বজায় রেখে উত্তর কোরিয়ায় একদলীয় শাসন ব্যবস্থা বজায় রেখেছেন।
উনের ক্ষমতার এক দশক পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তর কোরিয়ায়। এ আয়োজনের মধ্যে রয়েছে তার দাদা ও উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের ১১০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানও।
সূত্র: রয়টার্স