চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক চিঠিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে চীনের পক্ষ থেকে সহায়তার প্রস্তাবও দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জুন) ঢাকার চীনা দূতাবাস এতথ্য জানিয়েছে।
চিঠিতে ওয়াং আই সীতাকুণ্ড ঘটনায় শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বাংলাদেশের পরবর্তী প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদানের প্রস্তাব দেন।
ওয়াং আই চিঠিতে বলেন, ‘চীন জরুরী প্রতিক্রিয়ার ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। যাতে আমাদের দুই দেশের জনগণের মঙ্গল হয় ও নিরাপত্তা রক্ষা করা যায়।’
এর আগে ৪ জুন সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে। এই ঘটনায় ৯ ফায়ার ফাইটারসহ অনেকের মৃত্যু হয়। দগ্ধ ও আহত হন শতাধিক মানুষ।